নিজস্ব প্রতিনিধি,কলকাতা: শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত কাশীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি বন্ধ থাকবে। টানা পাঁচদিন বন্ধ থাকবে ইলেকট্রিক চুল্লিতে মৃতদেহ দাহের কাজ। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে জানানো হয়েছে বৈদ্যুতিক চুল্লিকে সারানোর কাজ চলার জন্য এই সময় শ্মশানে কোনও মৃতদেহকে ইলেকট্রিক চুল্লির মাধ্যমে পোড়ানো যাবে না।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত কলকাতার কাশী মিত্র শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
মূলত ড্যামেজ বা বিকল হয়ে যাওয়া কাশী মিত্র শ্মশানের বৈদ্যুতিক চুল্লির যে ফার্নেস সিস্টেম রয়েছে তা পুনরায় রক্ষণাবেক্ষণের পর পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে চলেছে কলকাতা পৌরসভা।
এই সময়ে বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ সৎকারের কাজ ব্যাহত হওয়ার কারণে সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।
এই ক’দিন কাশী মিত্র শ্মশান ঘাটের পরিবর্তে আশপাশের অন্যান্য শ্মশান ঘাটে দাহ কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষের কাছে।