দেবোপম সরকার, কলকাতা: নিউটাউনে সারাদেশ ব্যাপী ক্রীড়াবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউ টাউন সিটি সেন্টার -২ এ । অনুষ্ঠানের উদ্যোগে নেয় শিবাজী গাঙ্গুলী অ্যাকাডেমী মাইন্ড অ্যান্ড বডি। গত ১৫-১৭ নভেম্বর পর্যন্ত ছিল প্রতিযোগিতা।
১৯৮০ সালে প্রথম শুরু হয় এই অ্যাকাডেমীর উদ্যোগ। তখন থেকেই মার্শাল আর্ট প্রশিক্ষণে ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পরিচালনা করা হয় এই অ্যাকাডেমীতে। সম্প্রতি বিরাট উদ্যোগে সম্পন্ন হয় সারা দেশব্যাপী এই প্রতিযোগিতা।
দক্ষতা, শৃঙ্খলা এবং ক্রীড়াঙ্গনের এই বিশেষ উদযাপনে একত্রিত হতে বহু দূর দূরান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসেন প্রতিযোগিরা। অসম, অরুণাচল প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর প্রদেশ, মেঘালয় সহ মোট ১২টি রাজ্যের অংশগ্রহণকারীরা যোগ দেন প্রতিযোগিতায়।
উল্লেখ্য সাংস্কৃতিক সহযোগিতায় এই চ্যাম্পিয়নশিপ ছিল ‘জাপান মাস’ উদযাপনের একটি অংশ। যা জাপানের দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ কলকাতায় বসবাসকারী জাপানি দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল মিঃ ইয়ামাসাকি মাতসুতারো উপস্থিত ছিলেন বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে।
অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় বিজেতার নাম। পুরস্কার তুলে দেওয়া হয় সকলের হাতে। গ্র্যান্ড চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেওয়া হয় সোহম মজুমদারের হাতে। এছাড়াও বিতরণ করা হয় অন্যান্য বিভাগের পুরস্কার। আগামীতে বিশ্বব্যাপী সংযোগ ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করবে এই উদ্যোগ, এমনটাই আশা রাখছে শিবাজী গাঙ্গুলী অ্যাকাডেমী।