Ratan Tata: ব্যবহার করা যাবেনা রতন টাটার নাম

দেশ

নিউজ পোল ব্যুরো: এবার থেকে কোন অনুষ্ঠানেই ব্যবহার করা যাবে না রতন টাটার (Ratan Tata) নাম। শুধু নাম নয় এমন কি তাঁর ছবি, টাটা লোগোকেও ব্যবহার করা যাবে না কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সম্প্রতি এমনই নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। শুধুমাত্র বড় ব্যবসায়ী হিসেবে নয় মানবিক দিক দিয়েও তিনি অত্যন্ত জনপ্রিয়। তাই রতন টাটার (Ratan Tata) জনপ্রিয়তার নিরিখে যদিওবা ‘রতন টাটা’ শব্দ দুটিকে পরিচিত ট্রেডমার্ক হিসেবে গণ্য করা যায় কিনা, তা এখনও আদালতের বিবেচনাধীন।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

প্রসঙ্গত, ‘রতন টাটা আইকন অ্যাওয়ার্ড’ নামে পুরস্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্যোগ নেন রজত শ্রীবাস্তবের, সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ‘রতন টাটা ন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড’ নামে কোনও পুরস্কার অনুষ্ঠান আয়োজন না করার, ‘টাটা’ ও “টাটা ট্রাস্টস’ ট্রেডমার্ক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয় এরপরেই।

দিল্লি টুডে গ্রুপের প্রতিষ্ঠাতা রজত শ্রীবাস্তব, রতন টাটার নাম ব্যবহার না করার ও রতন টাটার নামে পুরষ্কার অনুষ্ঠানের সাথে অগ্রসর হওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন বিচারপতি মিনি পুষ্কর্ণ এই আদেশ দেন। এরপরেই আদালত বিবাদী শ্রীবাস্তবকে একটি অঙ্গীকারপত্র দিতে বলে। রতন টাটার নাম ছবি ও অন্যান্য পরিচয় ব্যবহারের থেকে বিরত থাকার জন্য জানায় টাটা গ্রুপ। এদিন আদালতে আরও বলা হয়, রতন টাটা ও টাটা ট্রাস্ট সম্পর্কিত লোগো ব্যবহার করা যাবেনা আর। এমনকি পুরস্কার বিতরনিতে ছবি ব্যবহার করাও যাবেনা বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। বাদীপক্ষ আনন্দ ও আনন্দ আইন সংস্থার মাধ্যমে মামলাটি দায়ের করা হয়। যেখানে প্রতিনিধিত্ব করেন প্রবীণ আনন্দ ও অচ্যুতণ শ্রীকুমার। রতন টাটার নাম ব্যবহার করা হবে না এবং একইসঙ্গে কোনও পুরস্কার প্রদান করা হবে না বলে আশ্বাস অভিযুক্তের পক্ষেও দেওয়া হয় এদিন। তা সত্ত্বেও অভিযুক্ত পক্ষকে মুচলেখা দেওয়ার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। ১২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি জানানো হয় আদালতের তরফে।