নিউজ পোল ব্যুরো: অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বাংলাদেশি নাগরিকরা কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাঁরা এক ভারতীয় দালালের মারফত অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিল।
ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ এমনটাই জানতে পেরেছে। তাঁরা বাংলাদেশের ইন্দ্র সীমান্তে পৌঁছানোর জন্য এই দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল।ধৃত ভারতীয় দালাল রাজীব বিশ্বাস,যিনি হাসখালি থানার বগুলা এলাকার বাসিন্দা। এই রাজীব বিশ্বাসই এই বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করেছিল এবং তাঁদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছিল।সেকথা নিজেও স্বীকার করেছে ভারতীয় দালাল। ধৃত চার বাংলাদেশি জসিম উদ্দিন, বাহারুল শেখ,কুদ্দুস সর্দার এবং অকলিমা সর্দার। তাঁরা বাংলাদেশের ঝিনাইদহ এবং খুলনা জেলার হামিদপুর এলাকার বাসিন্দা। ধৃত চার বাংলাদেশি জসিম উদ্দিন, বাহারুল শেখ, কুদ্দুস সরদার এবং অকলিমা সরদার। তারা বাংলাদেশের ঝিনাইদহ এবং খুলনা জেলার হামিদপুর এলাকার বাসিন্দা। ধৃতদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য রানাঘাট আদালতে পেশ করেছে। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।