নিউজ পোল বিনোদন ব্যুরো : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্প্রতি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজের অসুস্থতার খবর জানাতে তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে স্যালাইনের চ্যানেল। ছবির ক্যাপশনে রুক্মিণী লিখেছেন, ‘হাল ছাড়ছি না। লড়াই করছি’।জানা গিয়েছে, রুক্মিণী বেশ কিছুদিন ধরে ১০২ ডিগ্রি জ্বরে ভুগছিলেন।
শারীরিক দুর্বলতা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রুক্মিণীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পরিচালক রামকমল মুখোপাধ্যায়, যিনি রুক্মিণীর সাম্প্রতিক ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ পরিচালনা করেছেন, সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘রুক্মিণী তুমি একজন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে’।’উল্লেখ্য, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রচার এবং অন্যান্য পেশাগত দায়িত্ব পালনের জন্য রুক্মিণী সম্প্রতি অত্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন। সম্ভবত অতিরিক্ত কাজের চাপ এবং শারীরিক পরিশ্রমের ফলেই তাঁর এই অসুস্থতা। তবে, তাঁর মনের জোর অটুট রয়েছে, যা তাঁর অনুরাগীদের জন্য অনুপ্রেরণাদায়ক। রুক্মিণীর দ্রুত আরোগ্য কামনা করে তাঁর অনুরাগীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। সকলেই আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন এবং তাঁদের মনোরঞ্জন করবেন।