পরিশ্রম ও অধ্যবসায়ই সাফল্যের মূলমন্ত্র

জেলা রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করলেন শিলিগুড়ির প্রতিভাবান যুবক জয়দীপ রায়। তাঁর এই সাফল্য শুধুমাত্র পরিবারের নয়, বরং গোটা শিলিগুড়ির জন্যই গর্বের বিষয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এক্সাম-২০২৪-এ সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন শিলিগুড়ির বাসিন্দা জয়দীপ রায়। কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম এই পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে নিজের অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন তিনি।

শনিবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব তাঁকে সংবর্ধিত করেন এবং তাঁর হাতে একটি মোমেন্টো তুলে দেন। মেয়র জানান, জয়দীপের এই কৃতিত্ব শুধু শিলিগুড়ির নয়, বরং রাজ্য ও দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মৌলিক গবেষণার ক্ষেত্রে তাঁর এই সাফল্য আন্তর্জাতিক স্তরেও দাগ কেটে যাবে বলে তিনি আশাবাদী। শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ তাঁর স্কুলের পড়াশোনা শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে সফলভাবে পড়াশোনা শেষ করার পর তিনি আইআইটি বোম্বে (IIT Bombay)-তে পড়াশোনা করেন। এরপর UPSC পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি শীর্ষস্থান অর্জন করেন। খুব শিগগিরই জয়দীপ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে (Geological Survey of India) বৈজ্ঞানিক (Scientist) পদে যোগদান করতে চলেছেন। তাঁর এই সাফল্য গবেষণা ও ভূবিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। শিলিগুড়ির এই কৃতী ছাত্রের সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় যে সাফল্যের চাবিকাঠি, তা আবারও প্রমাণ করলেন জয়দীপ রায়।