নিউজ পোল ব্যুরো : ১৪৪ বছর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ(Maha Kumbh 2025)। দেশ বিদেশ থেকে পুণ্য স্নানের জন্য ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। পুন্যার্থীদের নিরাপত্তার জাবতিয় ব্যবস্থা করেছে যোগী সরকার। তবে এর মধ্যেই ঘটছে দুর্ঘটনাও(Accident)। মঙ্গলবার মহাকুম্ভ থেকে ফেরার পথে ফের ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা(Accident)। মৃত্যু হয়েছে ৭ জনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর জেলার হাইওয়েতে। একটি টেম্পো ট্রাভেলারের সাথে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ(Maha Kumbh 2025) থেকে ফেরার পথে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। সিহোরার কাছে জাতীয় সড়ক-৩০-এ এই দুর্ঘটনা ঘটে এবং নিহতরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে টেম্পো ট্রাভেলারের যাত্রীরা গঙ্গা, যমুনা এবং রহস্যময় সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করে ফিরছিলেন। দুর্ঘটনার পর জবলপুরের কালেক্টর এবং পুলিশ সুপার (SP) ঘটনাস্থলে পৌঁছেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মহাকুম্ভ তীর্থযাত্রীদের সঙ্গে আগেও দুর্ঘটনা(Accident) ঘটেছে। সোমবার, আগ্রার এক দম্পতির মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন। জানা গিয়েছে তাদের গাড়িটি একটি ট্রাকের সাথে সংঘর্ষে জড়ালে দুর্ঘটনাটি ঘটে। স্টেশন হাউস অফিসার রুদ্র প্রতাপ সিংহের মতে, ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার উত্তরপ্রদেশের সোনভদ্রে মহাকুম্ভ থেকে বাড়িতে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ওড়িশার রৌরকেলার এক ব্যক্তির মৃত্যু হয় এবং ৬ জন আহত হয়েছেন।