নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) শুরু হতে বাকি আর মাত্র ৭ দিন। সব দেশই দল ঘোষণা করে দিয়েছে। কিন্তু ফাঁপড়ে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australian Cricket Team)। দল ঘোষণা করেও অর্ধেক ক্রিকেটারকে পাচ্ছেনা তারা। প্রধান দলের পাঁচজন ক্রিকেটারকে ছাড়াই আইসিসির মার্কি টুর্নামেন্টে (Champions Trophy 2025) নামতে হবে ব্যাগি গ্রিন বাহিনীকে। অজি বোলিংয়ের প্রধান তিন স্তম্ভের কামিন্স-হ্যাজলেউড আগেই ছিটকে গিয়েছিলেন চোটের কারণে। আর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। খেতাব জয়ের দৌড়ে যা নিঃসন্দেহে বড় ধাক্কা স্টিভ স্মিথের (Steve Smith) দলের জন্য।
আরও পড়ুনঃ Jasprit Bumrah ছিটকে গেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে ত্রাতা হবেন ভারতের?
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টেই খেলেছিলেন স্টার্ক (Mitchell Starc)। যদিও গলে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করেছিলেন তিনি। বাঁ পায়ের গোড়ালিতে কিছু সমস্যা দেখা গিয়েছিল তাঁর। যদিও সেই কারণেই তিনি খেলবেন না কিনা সেই সম্পর্কে কোন স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) তরফ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলবেন না তিনি। শোনা যাচ্ছে বুধবারই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন এই বাঁ-হাতি পেসার।
স্টার্কের অনুপস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি (George Bailey? জানিয়েছেন, “আমরা স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। দেশের প্রতি ওর দায়বদ্ধতা নিয়ে কোন প্রশ্ন উঠতে পারেনা। ওকে না পাওয়াটা অবশ্যই বড় ধাক্কা আমাদের জন্য। কিন্তু এর ফলে অন্য কেউ সুযোগ পাবে ওর জায়গায় নিজেকে প্রমাণ করার।“ তবে বেইলি যাই বলুন না কেন চোটের কারণে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের প্রধান তিন বোলার কামিন্স (Pat Cummins), স্টার্ক (Mitchell Starc), হ্যাজলেউড (Josh Hazlewood) ও অলরাউন্ডার মিচ মার্শকে (Mitchell Marsh) না পাওয়া এবং অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) একদিনের ক্রিকেট থেকে হঠাৎ অবসর ঘোষণা অনেকাংশে দূর্বল করে দেবে ক্যাঙ্গারু ব্রিগেডকে তা বলার অপেক্ষা রাখে না।
নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/share/1EA79Afcw5/
একাধিক ক্রিকেটারকে না পাওয়ায় তুলনামূলকভাবে অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে পুনরায় চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দল সাজিয়েছে অস্ট্রেলিয়া (Australian Cricket Team)। স্টার্ক-কামিন্স-হ্যাজলেউড পেসার ত্রয়ীর বদলে দলে এসেছেন স্পেন্সার জনসন (Spencer Johnson), শন অ্যাবট (Sean Abbott) এবং বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis)। টপ অর্ডারে মারকুটে ব্যাটসম্যান জ্যাক ফ্রেশার ম্যাকগার্ককে (Jake Fraser-McGurk) দলে নিয়ে আসা হয়েছে। এছাড়াও দ্বিতীয় লেগস্পিনার হিসেবে দলে এসেছেন তনভীর সাঙ্ঘা (Tanveer Sangha)। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে অলরাউন্ডার কুপার কনলিকে (Cooper Connolly)। আগামী ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ দিয়ে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) অভিযান শুরু করবে। তার আগে এই সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচ খেলবেন স্টিভ স্মিথরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক), বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেট রক্ষক), স্পেন্সার জনসন, মার্নস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাঙ্ঘা, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা। (ট্রাভেলিং রিজার্ভ: কুপার কনলি)