Virat Kohli: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরলেও সারল না পুরনো রোগ

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির রানে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে (IND Vs ENG) ৫৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরলেও পুরনো রোগ সারল না কিং কোহলির। দুর্দান্ত হাফ সেঞ্চুরির পর আদিল রশিদকে (Adil Rashid) উইকেট দিলেন তিনি।

আরও পড়ুন: Champions Trophy 2025 -এর আগে অস্ট্রেলিয়া যেন মিনি হাসপাতাল

কামব্যাক ইনিংসে ৭টি চার এবং ১টি ছয় মেরেছেন কোহলি (Virat Kohli)। কিন্তু হাফ সেঞ্চুরি করতেই অতীতের ধারা বজায় রেখে আদিল রশিদের বলে কুপোকাত তিনি। লেগ স্পিনার বিশেষ করে আদিল রশিদের বিরুদ্ধে কিং কোহলির দুর্বলতা অতীতে বারবার চোখে পড়েছে। এছাড়া তাঁর আরও যে দুর্বলতাটি সর্বজনবিদিত তা হল, অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট রক্ষককে কিংবা স্লিপে ক্যাচ দেওয়া।

আরও পড়ুন: Jasprit Bumrah ছিটকে গেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে ত্রাতা হবেন ভারতের?

বুধবার মোতেরায় রশিদের বলে ইংরেজ উইকেটরক্ষক ফিল সল্টকে (Phil Salt) ক্যাচ দিয়েই নিজের উইকেট খুইয়েছেন বিরাট। লেগস্পিনার রশিদকে খেলতে গিয়ে শরীরের সবটুকু ভর ফ্রন্টফুটে নিয়ে এসেছিলেন তিনি। যেটা শেষপর্যন্ত আর সামলাতে পারেননি। তাই রানে ফিরলেও চিন্তা থাকছেই বিরাটকে নিয়ে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বলা যেতে পারে, মোতেরায় বিরাটের ইনিংস দেখার পর এক অদ্ভুত দোলাচলে ভারতীয় ক্রিকেট মহল। একদিকে রোহিতের (Rohit Sharma) পর কোহলিরও রানে ফেরা যেমন স্বস্তি দিচ্ছে গুরু গম্ভীরসহ গোটা টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে সেই পুরনো রোগ থেকে তাঁর মুক্তি না পাওয়া উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট। এদিকে শুধু কোহলি একাই নন, এদিন আরও একবার জ্বলে উঠল শুভমন গিলের (Shubman Gill) ব্যাট। ৯৫ বলে নিজের শতরান পূর্ণ করেছেন গিল। এই নিয়ে চলতি সিরিজের তিনটি ইনিংসেই হাফ সেঞ্চুরির গন্ডী পেরোলেন তিনি।