নিউজ পোল ব্যুরো : বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan) এবার হলিউডের (Hollywood) দুনিয়ায় পা রাখতে চলেছেন। এতদিন ধরে নানা গুঞ্জন শোনা গেলেও এবার সত্যিই মার্ভেল স্টুডিওর (Marvel Studio) এক নতুন প্রজেক্টের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে—তাহলে কি এবার সুপার হিরো (Superhero) রূপে শাহরুখকে (Shah Rukh Khan) দেখা যাবে?

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (MCU)-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। ভারতীয় দর্শকরাও এই ফ্র্যাঞ্চাইজির বিশাল ভক্ত। দীর্ঘদিন ধরেই মার্ভেল ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির (Industry) সঙ্গে কাজ করতে চাইছিলেন অভিনেতা। এর আগেও বেশ কয়েকবার ভারতীয় অভিনেতাদের নিয়ে কাজের পরিকল্পনা হয়েছে। এবার সেই তালিকায় নাম উঠে এসেছে শাহরুখ খানের। সূত্রের খবর, মার্ভেলের আসন্ন এক ছবিতে শাহরুখ খানকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করার কথা ভাবা হচ্ছে। যদিও স্টুডিও (Studio) বা শাহরুখের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে (International Media) এই খবর প্রকাশিত হয়েছে।
মার্ভেল এখনও বিস্তারিত কিছু জানায়নি, তবে ভক্তরা ইতিমধ্যেই অনুমান করতে শুরু করেছেন যে শাহরুখকে (Shah Rukh Khan) হয়তো মার্ভেল ইউনিভার্সের এক নতুন সুপারহিরো বা গুরুত্বপূর্ণ সাপোর্টিং (Supporting) চরিত্রে দেখা যাবে। জল্পনা বলছে, হয়ত ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর মতো কোন চরিত্রের সঙ্গে সংযুক্ত একজন ভারতীয় মিস্টিক চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। আবার কেউ কেউ মনে করছেন, ‘এটারনালস’-এর মতো কোন ছবিতে তিনি একটি বিশেষ চরিত্রে ক্যামিও করতে পারেন।
শাহরুখ খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেও, এখনও হলিউডের কোন সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেননি। যদিও ২০১৯ সালে ডিজনির ‘দ্য লায়ন কিং’ ছবিতে মুফাসার চরিত্রে হিন্দি ডাবিং করেছিলেন তিনি। তবে হলিউডের নির্মাতারা বরাবরই শাহরুখের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এমনকি মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফাইগিও একবার বলেছিলেন, ‘শাহরুখ খান যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (Marvel Cinematic Universe) যোগ দেন, তবে তা ভারতীয় দর্শকদের জন্য বড় চমক হবে।’
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা ধরণের মেমে (Meme), ফ্যান-আর্ট (Fan-Art) ও আলোচনা শুরু হয়ে গেছে। অনেকে চাইছেন, শাহরুখ যেন ‘আয়রন ম্যান’-এর মতো একটি সুপারহিরো চরিত্রে অভিনয় করেন, আবার কেউ চাইছেন তিনি মার্ভেলের ‘এক্স-ম্যান’ (Ex-Man) সিরিজের কোন গুরুত্বপূর্ণ মিউট্যান্ট Mutant) চরিত্রে থাকুন।
শাহরুখ খানের হলিউড (Hollywood) যাত্রা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে হয়ত কিছুটা সময় লাগবে, তবে এটা নিশ্চিত যে ভারতীয় সিনেমার (Cinema) গ্লোবাল অবস্থান আরও শক্তিশালী হতে চলেছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে মার্ভেলের আসন্ন ছবিতে প্রথমবারের মতো শাহরুখ খানকে সুপারহিরো অবতারে দেখা যেতে পারে। তাহলে কি শাহরুখের ‘পাঠান’ (Pathan) ইমেজ এবার মার্ভেল সুপারহিরো (Superhero) হিসেবে নতুন মাত্রা পেতে চলেছে? সময়ই দেবে তার উত্তর!