Naina Avtr: ভারতের প্রথম ডিজিটাল সেলিব্রিটি নয়না

বিনোদন

নিউজ পোল ব্যুরো: একটা সময় ছিল যখন বলিউড(Bollywood) মানেই ছিল স্টারডম(Stardom), গ্ল্যামার(Glamour), আর বড় বড় সিনেমার প্রিমিয়ারে সেলিব্রিটিদের ঝলমলে উপস্থিতি। কিন্তু দিন বদলেছে ! এখন কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) AI এসে সব ওলটপালট করে দিয়েছে। এআই শুধু এখন রোবট(Robot) বানিয়েই থেমে নেই, পুরোপুরি আস্ত একটা ডিজিটাল তারকাও বানিয়ে ফেলেছে। ভারতের AI জগতে এক নতুন আলোড়ন তুলেছে নয়না অ্যাভাটার(Naina Avtr) – এক রহস্যময় ডিজিটাল সেলিব্রিটি যার অস্তিত্ব নিয়ে পুরো ইন্টারনেট ধোঁয়াশায়। সে কি আসলেই সত্যিকারের মানুষ, নাকি নিখুঁতভাবে তৈরি একটি ডিজিটাল অবতার? এই রহস্যেই মেতে রয়েছে সবাই।

নয়না কে তৈরি করেছে AVTR Meta Labs (AML) আর তার ডিজিটাল আত্মপ্রকাশ ঘটে ২০২২ সালে। তার ব্যাকস্টোরি(Backstory) একেবারে বলিউড কায়েদাতেই বানানো হয়েছে। ঝাঁসির মতো ছোট শহর থেকে উঠে আসা বয়েস ২০’র এক মডেল, যার স্বপ্ন ছিল মুম্বইয়ের বড় তারকা হওয়ার। কিন্তু এখানেও রয়েছে টুইস্ট- সে কি আসলেই একটি মানুষ নাকি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এক অবতার? এখন এই নয়না(Naina Avtr) ইউটিউবে(YouTube) ভিউ কুড়োচ্ছে, ইনস্টাগ্রামে(Instagram) রাজত্ব করছে আর এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের(Brand) বিজ্ঞাপনে জায়গা করে নিচ্ছে। আপনি কি জানেন নয়নার(Naina Avtr) ইনস্টাগ্রামে ১.৩১ লক্ষেরও বেশি ফলোয়ার? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এমনকি বাস্তবে বহু সেলিব্রিটিকে ফ্যানবেস তৈরি করতে অনেক খাটতে হয়। AML – এর সহ প্রতিষ্ঠাতা এবং CEO অভিষেক রজদান মনে করেন, নয়নার(Naina Avtr) এই জনপ্রিয়তা বিপণন এর জগতেও এক নতুন দিশা দেখাবে।

পরে এই গল্পে আরও বড়সড় টুইস্ট আসে যখন নয়নাকে মুম্বই বিমানবন্দরে(Mumbai Airport) দেখা যায়। এরপর সে ‘মিশন ইম্পসিবল’ (Mission Impossible) একটি হিন্দি ছবির স্ক্রিনিংয়েও তার উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হল সে যদি এআই দ্বারাই নির্মিত হয় তাহলে বাস্তবে সে কীভাবে সিনেমা দেখতে যায় ? এখানেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তার অনেক ভক্তরাই খেয়াল করেছেন, নয়নার(Naina Avtr) হাতের ছবি কখনও ঠিকমতো দেখা যায় না। ইনস্টাগ্রামে তার পোস্ট করা সব ছবিতে হাতের অংশটা ধোঁয়াটে থাকে। নয়নার(Naina Avtr) কাহিনী আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে – ভবিষ্যতে বাস্তব তারকাদের জায়গা কি ভার্চুয়াল তারকারা(Virtual Stars) দখল করবে? যাদের কখনোই বয়স হবে না, স্ক্যান্ডালে(Scandal) জড়াবে, বজায় রাখবে একদম পারফেক্ট ইমেজ। AML যে যতই রহস্য ঢাকতে চায়, মানুষ কিন্তু সহজে ধোঁকা খাবে না! যত দিন যাচ্ছে, ততই কৌতূহল বাড়ছে – নায়না(Naina Avtr) কি সত্যি মুম্বাইয়ের রাস্তায় হাঁটছে, নাকি সে নিছকই স্ক্রিনের সৃষ্টি? সত্যিটা যাই হোক, নায়না অ্যাভাটার ইতিমধ্যেই AI যুগের এক নতুন মাইলস্টোন(Milestone) তৈরি করে ফেলেছে! আর আমাদের মতো সাধারণ দর্শক শুধু চায়, এ রহস্য যেন আরও কিছুদিন বেঁচে থাকে – কারণ যত রহস্য, তত মজা!