নিউজ পোল ব্যুরো: লোকসভায় বুধবার পেশ হল নতুন ইনকাম ট্যাক্স বিল (Income tax bill), যা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক (Debate)।বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান (Nirmala Sitharaman) এই বিলটি পেশ করেন, তবে তার পরপরই বিরোধী দলের সাংসদরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন।তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (Sougata Roy) মন্তব্য করেন, নতুন বিলটি আগের থেকে অনেক বেশি জটিল।এর ফলে লোকসভায় তুমুল হট্টগোল শুরু হয় এবং শেষ পর্যন্ত অধিবেশন মুলতুবি করতে হয়।আগামী ১০ মার্চ সকাল ১১ টায় ফের শুরু হবে লোকসভার অধিবেশন (Lok Sabha Session)।
আরও পড়ুনঃ WB Budget 2025: ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের
আয়কর বিলটি (Income tax act) এখন পাঠানো হবে সিলেক্ট কমিটিতে। নতুন এই বিল (New bill) ১৯৬১ সালের আয়কর আইনের সংশোধন করবে।বিল পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান (Nirmala Sitharaman) বলেন, ‘আয়কর আইনের ধারাগুলি কমিয়ে ৫৩৬-এ নামিয়ে আনা হবে। নতুন বিলের মাধ্যমে আয়করের নিয়ম কানুন অনেক সহজ করার চেষ্টা করা হবে,এমনটাই জানিয়েছেন তিনি। তবে বিরোধীরা এই মতের বিপরীতে দাঁড়িয়ে বলেছেন, নতুন বিলটি কোনো সুবিধা আনবে না, বরং আগের আইনগুলির তুলনায় আরও বেশি জটিল হবে। সৌগত রায় এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এই বিলের মাধ্যমে কোনো সুবিধা হবে না, বরং সমস্যাই আরও বাড়বে।’
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, নতুন আয়কর বিল (Income tax act) সাংসদে পেশ করা হবে। এই বিলে বর্তমান ১৯৬১ সালের আইনের অনেক অংশ সরলীকৃত হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতে প্রায় ৬০ শতাংশ আইনগত জটিলতা কমে যাবে এবং করদাতারা সহজে তাঁদের আয়কর দাখিল করতে পারবেন, এমনটাই আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, নতুন এই বিলে দেশের জনগণের প্রতি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং নানা ধরণের আইনি জটিলতা কমিয়ে দেওয়া হবে।