Delhi CM Oath: ১৯ বা ২০ ফেব্রুয়ারি হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ

দেশ

নিউজ পোল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনে(Delhi Election) বিজেপির কাছে শোচনীয় পরাজয় হয়েছে আম আদমি পার্টির। অরবিন্দ কেজরিওয়াল রাজধানীর মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছেন যে তিনি আম আদমির পাশে রয়েছেন। উল্টো দিকে দিল্লি জুড়ে উঠেছে গেরুয়া ঝড়। তবে বিজেপি জিতলেও এখনও ঠিক হয়নি কে হবে মুখ্যমন্ত্রী(CM Face)। কবে হবে শপথগ্রহণের অনুষ্ঠান এই নিয়ে চর্চা চলছে। এই মধ্যেই মিলল সেই আভাস।

জানা গিয়েছে, নয়াদিল্লির মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান সম্ভবত ১৯ বা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া দিল্লিতে ফিরে আসার পর দিল্লিতে সরকার গঠনের প্রচেষ্টা আর জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি বিধানসভা দলের বৈঠক হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের মধ্যে একটি বৈঠক হবে বলেও মিলেছে খবর। ৪৮ জন বিধায়কের মধ্যে ১৫ জনের নাম সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে নয়জনকে মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং স্পিকার পদের জন্য নির্বাচিত করা হবে। তবে এখনও পর্যন্ত কে হবেন মুখ্যমন্ত্রী তা এখনও আড়ালেই রেখেছে বিজেপি। মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকার সম্ভাবনা বেশি।নিউজ পোল

ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/1EA79Afcw5/

জানিয়ে রাখা ভাল, নয়াদিল্লি আসনে কেজরিওয়ালকে পরাজিত করে জায়ান্ট কিলার হিসেবে সামনে আসা পারভেশ ভার্মা দিল্লিতে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদের তালিকায় শীর্ষে রয়েছেন। তবে পাশাপাশি এই লড়াইয়ে রয়েছেন, দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালনকারী প্রবীণ বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত, রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী ব্রাহ্মণ মুখ সতীশ উপাধ্যায়, কেন্দ্রীয় নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক আশীষ সুদ এবং বৈশ্য সম্প্রদায়ের একজন শক্তিশালী আরএসএস নেতা জিতেন্দ্র মহাজন। আর একবার মনে করিয়ে দেওয়া ভাল, ৭০ সদস্যের বিধানসভায় ৪৮টি আসন পেয়ে ২৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরে এসেছে। অন্যদিকে, এক দশক ধরে শহরে ক্ষমতায় থাকা আপ পেয়েছে মাত্র ২২টি আসন। দিল্লি ভোটে আপের সবথেকে বড় বিপর্যয় দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়া সহ তাদের গুরুত্বপূর্ণ নেতারা পরাজিত হয়েছেন। কেবল মান রেখেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি, যিনি কেরিওয়ালের পর কিছুদিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।