নিউজ পোল ব্যুরো: মুখে অ্যাসিড(Acid Threat Assault) মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেফতার এক যুবক। গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ(Baruipur police station)। পুলিশ সূত্রে খবর, মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত যুবক। তার বিরুদ্ধে পকসো আইনে(POCSO Act) মামলা রুজু করেছে পুলিশ৷ তাকে আজ বারুইপুর(Baruipur Incident) মহকুমা আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/14/calcutta-high-court-rss-meeting-permission-sound-limit/
পুলিশ জানা গিয়েছে, বারুইপুর এলাকার(Baruipur Incident) বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করত ধৃত সুর্য দাস৷ তাকে ও তার বাবা, মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত৷ শুধু তাই নয় অ্যাসিড(Acid Threat) মারা হবে বলেও হুমকি দেওয়া হত নাবালিকাকে৷ ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক(Physical Intimacy) তৈরি করে ও তার ভিডিও ও ছবি তুলে রাখে৷ পরবর্তীকালে সেই ছবি ভাইরাল(Viral photo) করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন(Sexual Torture) করা হয়েছে বলে অভিযোগ৷ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক। সেই ছবি বিভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতা পরিবার ও আত্মীয় স্বজনের কাছেও এসে পৌঁছায়৷ তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায়৷ এই ঘটনায় বৄহস্পতিবার রাতে বারুইপুর(Baruipur Incident) থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ৷ তাকে আজ বারুইপুর মহকুমা (Baruipur Incident) আদালতে পেশ করা হবে ৷