নিজস্ব প্রতিনিধি,কলকাতা: দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মন্দিরের পুজো ও বলি করতে হবে এবার শর্ত মেনে। আদালতের নির্দেশ ও রাজ্যের শর্ত না মানলে মন্দির কমিটির বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবে প্রশাসন। অনুমোদিত নির্দিষ্ট স্থান ছাড়া বলি করা যাবে না। অন্যান্য পশুর উপস্থিতিতে বলি দেওয়া যাবে না।বলি নির্দিষ্ট আইন মেনেই সংঘটিত করতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
২২ নভেম্বর শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালীর মন্দিরের বাৎসরিক পুজো। প্রায় দু’লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয় এই পুজোয়। আনুমানিক প্রায় দশ হাজারের কাছকাছি পাঁঠাবলি হয় এখানে। একসঙ্গে এত সংখ্যক পাঁঠাবলির বিরুদ্ধেই কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। মামলায় রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা পড়ে কলকাতা হাই কোর্টে। রিপোর্টে উল্লেখ করা হয় ২০২৩ সালে কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে অনুমোদিত স্থানের বাইরে জনসমক্ষে বলি প্রদান করা হয়েছে। মানা হয়নি মহকুমা শাসকের নির্দেশ।এতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ক্ষুব্ধ প্রধান বিচারপতি পুজো বন্ধেরও হুঁশিয়ারি দেন।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, নির্দিষ্ট নিয়ম মেনে বলি সংগঠিত করতে হবে। এই বিষয়ে প্রত্যেক ভক্তদের অবহিত হতে হবে।পুজোর এলাকায় সিসিটিভি বসাতে হবে। নির্দিষ্ট লাইসেন্সড এলাকা ছাড়া বলি সংগঠিত করা যাবে না।পুজো কমিটির সকল সদস্যকে এই নিয়ম মেনেই পুজা করতে হবে। নিয়মের অন্যথা হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। এই বিষয়ে হলফনামা জমা করতে হবে আট সপ্তাহ পরে এমনটাই খবর কলকাতা হাই কোর্ট সূত্রে।