Pratik Babbar : বিতর্ক এড়িয়ে নতুন জীবনে প্রতীক ও প্রিয়া, সোশাল মিডিয়ায় ভাইরাল বিয়ের ছবি

বিনোদন

নিউজ পোল ব্যুরো : বব্বর পরিবারে আবারও বাজল বিয়ের সানাই। ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine’s day) দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন প্রতীক বব্বর (Pratik Babbar)। ছোট্ট, ঘরোয়া আয়োজনেই বাঙালি অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের (Priya Bandhayapadhay) সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। প্রয়াত মা স্মিতা পাতিলকে (Smita Patil) স্মরণ করে বান্দ্রায় তার বাড়িতেই বিয়ের আয়োজন করেন প্রতীক। নবদম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় (Social media)। প্রিয়া বন্দ্যোপাধ্যায় (Priya Bandhayapadhay) এবং প্রতীক বব্বর (Pratik Babbar) দুজনেই বিয়েতে পরেছিলেন ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির (Tarun Tahiliyani) ডিজাইন করা পোশাক। দুজনেই বেছে নিয়েছিলেন আইভরি রঙের আউটফিট। বিয়ের পর সোশাল মিডিয়ায় (Social media) একটি ছবি পোস্ট করে প্রিয়া লিখেছেন, “প্রত্যেক জীবনে আমি তোমাকেই বিয়ে করব।”

উল্লেখ্য, আজ থেকে ঠিক দু’বছর আগে, ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতীক ইনস্টাগ্রামে (Instagram) নিজের নতুন সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। প্রেম দিবসের সেই ঘোষণাই এবার বাস্তব রূপ নিল, নতুন জীবনের শুরু করলেন প্রতীক ও প্রিয়া। প্রিয়া বন্দ্যোপাধ্যায় ভারতীয় বিনোদন (Entertainment) জগতের পরিচিত মুখ। তিনি বলিউড (Bollywood), দক্ষিণী সিনেমা (South-Indian Cinema) ও ওয়েব সিরিজে (Web series) কাজ করেছেন। প্রতীক ও প্রিয়ার ঘনিষ্ঠতা বাড়তে থাকে, আর শেষ পর্যন্ত তাদের প্রেম বিয়েতে পরিণত হয়।

যদিও বব্বর পরিবারের এই আনন্দঘন মুহূর্ত বিতর্ক এড়াতে পারেনি। প্রতীকের বিয়েতে পরিবারের সবাই উপস্থিত থাকলেও দেখা যায়নি তার বাবা রাজ বব্বর, ভাই আর্য বব্বর (Raj Babbar) এবং বোন জুহিকে (Juhi Babbar)। এ নিয়ে প্রতীকের ভাই আর্য বব্বর সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের বিয়েতে আমন্ত্রণই জানানো হয়নি। বাবা রাজ বব্বরও আমন্ত্রিত ছিলেন না।’ তাঁর মতে, ‘কেউ প্রতীকের মগজধোলাই করেছে, যার ফলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে।’ তবে এ বিষয়ে প্রতীক কোনো মন্তব্য করেননি।

প্রতীক বব্বর (Pratik Babbar) এর আগে ২০১৯ সালে সনায়া সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সনায়া পেশায় ফ্যাশন ডিজাইনার (Fashion Designer) ও চলচ্চিত্র নির্মাতা। তিনি ফ্যাশন কমিউনিকেশন বিষয়ে স্নাতক এবং লন্ডন ফিল্ম অ্যাকাডেমি (London Film Academy) থেকে চলচ্চিত্র পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন। তবে তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৩ সালের জানুয়ারিতে প্রতীক ও সনায়ার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের মাসখানেক পরই প্রতীক ও প্রিয়ার সম্পর্ক প্রকাশ্যে আসে।

আরও পড়ুন : India-USA Trade Deal : মার্কিন বাণিজ্যের জন্য সুখবর, ভারত কমালো বোরবন হুইস্কির শুল্ক

বিতর্ক পেরিয়ে প্রতীক ও প্রিয়া নতুন জীবনের দিকে এগিয়ে গেছেন। ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন নবদম্পতি। বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর বলিউড (Bollywood ) থেকে টলিউড (Tollywood) — দুই ইন্ডাস্ট্রির অনেক তারকাই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রতীক ও প্রিয়ার দাম্পত্য জীবন কতটা সুখের হয় এবং ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে (Career) কী নতুন মোড় আসে।