Tet Recruitment Case: নিয়োগে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসল CBI রিপোর্টে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি (Tet Recruitment Case) নিয়ে রাজ্য কম ঝড় ওঠেনি। এই দুর্নীতির দায়ে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে তিনি একা নন নাম জড়িয়েছে শাসক তৃণমূলের বহু বড় বড় নেতার। নিয়োগ দুর্নীতিই শাসকের বিরুদ্ধে বড় হাতিয়ার ছিল বিজেপির। কিন্তু সম্প্রতি যে নথি সামনে এনেছে তাতে কেঁচো খুঁড়তে কেউটে বেড়িয়ে আসার উপক্রম হয়েছে। আদালতে দেওয়া সিবিআই-এর নথিতে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। এখানেই শেষ নয় নাম রয়েছে শিউলি সাহা, মমতাবালা ঠাকুরের পক্ষ থেকেও।

নিয়োগ দুর্নীতিতে এমই এক চাঞ্চল্যকর তথ্য ঘিরে সরগম রাজনইতিক মহল। হওয়াটাই স্বাভাবিক। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফফার হওয়ার পর থেকেই দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। শিক্ষাব্যবস্থা নিয়ে বারে বারে কাঠগোড়ায় তুলেছে শাসক দল তৃণমূলকে। কিন্তু দুর্নীতি (Tet Recruitment Case) নিয়ে সরব হওয়া বিজেপির নেতাদের নামই এবার নিয়োগ দুর্নীতির তালিকায় উঠে আসায় এবার বিজেপিরই টুঁটি টিপে ধরতে চাইছে তৃণমূল । সিবিআই আদালতে যে তথ্য জমা দিয়েছে সেখানে জানানো হয়েছে কারা কারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরির জন্য সুপারিশ করেছিল। সেরি তালিকাতেই উঠে এসেছে বর্তমান বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম। নাম রয়েছে রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরেরও।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/15/late-ram-mandir-chief-prist-in-ayodhya-was-given-jal-samadhi/

সল্টলেকের বিকাশ ভবনের ওয়্যার হাউসে গত বছর জুন মাসে হানা দিয়েছিল সিবিআই-এর তদন্তকারী দল। সেখান থেকেই উদ্ধার হয়েছিল বেশ কিছু নথি। উদ্ধার হওয়া সেই নথি থেকেই এই সুপারিশের তালিকা সামনে এসেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে সেই সময়ের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এই সুপারিশের তালিকা পাঠানো হয়েছিল। আদালতে সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী মোট ৩২৪ জনের সুপারিশ রয়েছে। যার মধ্যে দিব্যেন্দু ঘোষ ২০ জনের ও ভারতী ঘোষ চারজনের নাম সুপারিশ করেছেন বলে উল্লেখ রয়েছে। এই তালিকা সামনে আসতেই নতুন তরজা শুরু হয়েছে। রাজনইতিক মহলের অনেকেই বলছেন বিজেপির বিরুদ্ধে এবার পাল্টা অস্ত্র পেয়েছে তৃণমূল। শুরু থেকেই কাঁচের ঘরে বসে বিজেপির বিরুদ্ধে ঢিল ছোঁড়ার অভিযোগ করেছে তৃণমূল। এই ঘটনার পর শাসকদলের অনেকেই বলছেন কাঁচের ঘরে বসে ছোঁড়া ঢিলে এবার বিজেপিই না আহত হয়।