Rishabh Pant -এর প্রাণ বাঁচানো যুবক প্রেমের সপ্তাহে বিষ খেলেন প্রেমিকাকে নিয়ে

দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ২০২২ সালের ৩০ ডিসেম্বর গোটা দেশের চোখে হিরো হয়ে গিয়েছিলেন উত্তরাখণ্ডের দুই যুবক রজত কুমার এবং নিশু কুমার। রুরকির কাছে সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থের (Rishabh Pant) জীবন বাঁচিয়েছিলেন তাঁরা। আর এবার বর্তমানে ২৫ বছর বয়সী সেই রজত কুমার নিজের জীবনই দিয়ে দেওয়ার চেষ্টা করলেন।

আরও পড়ুন: Valentine’s Day -এর আগের দিন মাটি কাটার যন্ত্রে চেপে বিয়ে

গত ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি চাষের ক্ষেতে ঘটেছে ঘটনাটি। একা রজত কুমার নন। সঙ্গে ছিলেন তাঁর ২১ বছরের প্রেমিকা মনু কাশ্যপও। ভালবাসার সপ্তাহে দুজনে মিলে বিষ খেয়েছেন। যে ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে মনুর। অন্যদিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মাত্র বছর দুই আগেই পন্থের (Rishabh Pant) জীবন রক্ষা করা রজত।

এদিকে বিষ খাওয়ার আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন যুগলে মিলে। সেখানেই জানা গিয়েছে তাঁদের এহেন সিদ্ধান্তের কারণ। জাত আলাদা হওয়ায় দুজনের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। দুই পরিবারের তরফেই উভয়ের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করা হয়। আর তা মেনে নিতে না পেরেই ভালবাসার সপ্তাহে নিজেদের প্রেমকে অমর করে রাখতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন রজত-মনু। ভিডিওতে দুজনকে একথা বলতে শোনা গিয়েছে যে “আমরা একসঙ্গে বাঁচতে না পারলেও অন্ততঃ একসঙ্গে মরতে পারি।” যদিও মনুর মৃত্যুর পর তাঁর মায়ের অভিযোগ, রজত তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে বিষ খাইয়েছেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

২০২২ সালের ৩০ ডিসেম্বর ভোর বেলা গাড়ি চালিয়ে দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। এই সময় তাঁকে ভাঙা গাড়ির ভেতর থেকে উদ্ধার করেছিলেন রজত কুমার এবং নিশু কুমার। যারা কাছেই একটি কারখানায় কর্মরত বলে জানা গিয়েছিল। পরে দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে দুটি স্কুটি উপহার দিয়েছিলেন পন্থ।