Maha kumbh 2025: মহাকুম্ভের আয়-ব্যয় নিয়ে মুখ্যমন্ত্রী যোগী কি জানালেন?

দেশ

নিউজ পোল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ (Maha kumbh 2025) এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এক মাস ধরে চলে আসা এই মহাকুম্ভ (Kumbh Mela 2025) কয়েকদিনের মধ্যেই শেষ হবে। ১৪৪ বছর পর অনুষ্ঠিত এই মহাকুম্ভ উত্তরপ্রদেশের (uttarpradesh) অর্থনীতিতে (economy)নতুন দিশা দেখিয়েছে। মহাকুম্ভ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে উত্তরপ্রদেশের (uttarpradesh)মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)বলেন, কিছু মানুষ কুম্ভ নিয়ে সমালোচনা করলেও আমরা তাদেরজানাতে চাই যে এই মহাকুম্ভ (Maha kumbh 2025)আয়োজন করতে ১৫০০ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু এর মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকার লাভ হয়েছে।

তথ্য অনুযায়ী, মহাকুম্ভ (Maha kumbh 2025) ২০২৫-এ পবিত্র স্নান করতে আসা ভক্তদের সংখ্যা ৫০ কোটির বেশি হয়েছে। ভারতের পর চীনে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম জনসমাগম। লখনউ ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আরও বলেন, এক মাসে ৫০ কোটি ভক্ত এখানে স্নান করেছেন,যা থেকে ‘এক ভারত,শ্রেষ্ঠ ভারত’ বার্তা ছড়িয়ে পড়েছে। ৫০-৫৫ কোটি ভক্তের আগমন উত্তরপ্রদেশের অর্থনীতিতে ৩ লক্ষ কোটি টাকার লাভ দেবে। মহাকুম্ভের (Maha kumbh 2025) জন্য বরাদ্দ বাজেট শুধু স্নান ঘাট নির্মাণে ব্যবহৃত হয়নি, বরং প্রয়াগরাজের (prayagraj) সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নেও খরচ হয়েছে। এর মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা খরচের পর ৩ লক্ষ কোটি টাকার লাভ অর্জিত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)বলেন, মহাকুম্ভের (Maha kumbh 2025) সময় প্রয়াগরাজ (prayagraj) ৩ লক্ষ কোটি টাকার জিডিপি (GDP)বৃদ্ধিতে অবদান রেখেছে। তিনি আরও বলেন, পর্যটন শিল্পে ৪৯ শতাংশ মূলধন বিনিয়োগ কর্মসংস্থানের সৃষ্টি করেছে, যেখানে ট্যাক্সি ড্রাইভার,রিকশাচালক সহ নানা পেশার মানুষ কাজ পেয়েছেনআমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামোর উন্নতির সঙ্গে যুক্ত।