থানা থেকেই এবার চুরি, আর সেই অভিযোগ করছে পুলিশ নিজেই

আইন কলকাতা জেলা দেশ রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বর্তমান যুগে আর কতো কী দেখতে হবে তা কিন্তু কেউই জানেন না। এমন সব আজব ঘটনা ঘটে চলেছে প্রতিদিন আমাদের চারপাশে যা শুনলে বা দেখলে আপনি নিজেই হাসবেন না চমকাবেন তা আপনি নিজেও ঠিক করতে পরবেন না। এমনই একটা ঘটনা ঘটেছে এই তিলোত্তমায়। থানার ক্যাম্পাস থেকেই চুরি হয়ে গেল একটা আস্ত গাড়ি। ভাবছেন মিথ্যে কথা বলছি, একেবারেই নয়। আর এমনই অভিযোগ করেছে খোদ পুলিশ নিজেই।

বাগুইহাটি থানার এই ঘটনায় গোটা বিধাননগর কমিশনারেটের অবস্থা নিয়েই প্রশ্ন তুলেছে হাই কোর্ট। ২০১৭ সালে বাজেয়াপ্ত করে এনে থানার ক্যাম্পাসে রাখা গাড়ি চুরির কথা জানতে পেরে ২০২২ সালে পুলিশ নিজেই থানায় চুরির অভিযোগে করেছে। সেই রিপোর্ট দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, এই এফআইআর আসলে আই ওয়াশ। পুলিশ নিজেকে বাঁচাতে ওই এফআইআর করে রেখেছে। সেই বিধাননগর কমিশনারেট! এর আগে নিউ টাউন, রাজারহাট, এবার বাগুইহাটি। গোটা কমিশনারেটটাই একেবারেই গিয়েছে। থানা থেকে গাড়ি উধাও হয়ে যাওয়ার এমন ঘটনা তো নর্থ বেঙ্গলে হয়। সেটা কিনা এবার বাগুহাটি থেকেও!

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এমনই বিস্ময় প্রকাশ করলেন খোদ বিচারপতি। বিধাননগর পুলিশ কমিশনারকে বিচারপতির নির্দেশ দিয়েছেন, যেহেতু তিনি কমিশনারেটের প্রধান, তাই তিনি তাঁর দায়িত্ব এড়াতে পারেন না। থানার ভেতর থেকে কী করে গাড়ি চুরি হয়ে যায় সেই ব্যাপারে পুলিশের কি ভূমিকা ছিল, তা নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে হবে। একই সঙ্গে ২০১৭ সাল থেকে ওই থানার এই পর্যন্ত যতজন আইসি ও যতজন আইও দায়িত্বে ছিলেন, সকলের বিরুদ্ধেই বিভাগীয় পদক্ষেপ করতে হবে কমিশনারকে।

আগামী ১২ ডিসেম্বর এই বিষয়ে তাঁর বক্তব্য রিপোর্ট আকারে আদালতে জমা দেবেন পুলিশ কমিশনার, এমনটাই খবর কলকাতা হাই কোর্ট সূত্রে।