Mohan Bhagavat: প্রথা ভেঙে মোহনের বঙ্গ সফর দীর্ঘায়িত হল

কলকাতা জেলা

নিউজ পোল ব্যুরোঃ আগামী বছর ২০২৬ সালে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই দিল্লিতে বিজেপির(BJP) জয় বঙ্গের গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন দিয়েছে। এই আবহেই বাংলা(West Bengal) সফরে এসেছেন আরএসএস(RSS) প্রধান মোহন ভগবত(Mohan Bhagwat) । তাঁর সফর লম্বাই ছিল এবার তা হল আরও দীর্ঘায়িত । জানা গিয়েছে যা সংঘের ইতিহাসে বিরলতম ঘটনা। রবিবারে কর্মসূচী শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে না। আজ সোমবারে তিনি বর্ধমানেই থাকছেন বলে জানা গিয়েছে।

ঠিক কি কারণে সংঘ প্রধান (Mohan Bhagwat) বাংলায় থেকে যাচ্ছেন তা স্পষ্ট নয়। মোহন ভগবত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আসেন । ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় তাঁর সাংগঠনিক কর্মসূচি। সূচী অনুযায়ী তাঁর আজ সোমবার ফেরার কথা ছিল । তবে তাতেই বদল হয় প্রথমে এই বিষয়ে কেউ মুখ খোলেননি তবে পরে। পূর্ব ভারতের সঙ্ঘচালক জয়ন্ত রায়চৌধুরী এবং আর এক সঙ্ঘনেতা সুশোভন মুখোপাধ্যায় আরএসএস প্রধান মোহন ভগবতের সফর সূচী নিশ্চিত করেছেন। গত কয়েক দিন ধরে বর্ধমান শহরে ছিলেন তিনি। জানা গিয়েছে, সোমবারও সেখানেই থাকছেন মোহন ভগবত। একাধিক কর্মসূচি যোগ হয়েছে সোমবার বিকেল পর্যন্ত । সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে সমস্ত কিছু শেষ করে তিনি মঙ্গলবার সকালে বর্ধমান থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন বলে । আগামী বছরে নির্বাচন তা নিয়ে বিস্তর আলোচনা করতেই কি থেকে গেলেন ভগবত। উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/17/anindya-chattopadhyay-marriage-break-news/

তবে সংঘ সূত্রের দাবি, সরসঙ্ঘচালকের বৈঠকে কখনও বিজেপির নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা হয় না। সাম্প্রতিক নির্বাচনে বিজেপি কটা আসন পেয়েছে বা কটা আসন হারিয়েছে এই নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি করা হয়েছে। তবে অনেকেই মনে করছেন ২০২১ সালের নির্বাচনে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল তার পর থেকে ক্রমাগত কেন ভরাডুবি হল তা নিয়ে আলোচনা হয়েছে বলে সঙ্ঘ-ঘনিষ্ঠ(RSS) বিশ্লেষকদের ধারণা। বঙ্গে বিজেপির অবস্থা নিয়ে আলোচনা হোক বা না হোক তার মধ্যেই রবিবার আরএসএস প্রধানের সঙ্গে দেখা করতে সমাবেশে রাজ্য বিজেপির সামনের সারির অনেক নেতা হাজির ছিলেন। ছিলেন রাজ‍্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, অগ্নিমিত্রা পাল সহ অনেকেই।