নিউজ পোল ব্যুরো: আচমকা অসুস্থ কলম্বিয়ান গায়িকা শাকিরা (Shakira)। গত ১৫ ফেব্রুয়ারি (february) রাতে তীব্র পেটের ব্যথায় ভুগতে শুরু করেন তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে (hospital)ভর্তি করা হয়। তার পেরুতে (peru)থাকা অনুষ্ঠানের দিনটি বাতিল হয়ে যায়।
শাকিরা (shakira)নিজেই সোশাল মিডিয়ায় (social media)তার ভক্তদের জানান, পেটের অসহ্য যন্ত্রনায় ভুগছি। বর্তমানে হাসপাতালে (hospital)চিকিৎসাধীন। ডাক্তাররা বলেছেন, শরীরে এমন পরিস্থিতিতে অনুষ্ঠান করা সম্ভব নয়, তাই পেরুর অনুষ্ঠানটি বাতিল করতে হচ্ছে। তবে আমি আশা করছি, সুষ্ঠ হয়ে উঠলে ভবিষ্যতে পেরুর (peru)ভক্তদের জন্য আমি ফিরে আসব এবং অনুষ্ঠান করবো।
গায়িকার অসুস্থতার খবর শোনা মাত্রই চিন্তিত হয়ে পড়েন তার অনুরাগীরা। শাকিরা (Shakira)তাদের আশ্বস্ত করেন এবং বলেন, ‘আমি আপনাদের সকলকে ভালোবাসি এবং আমাকে সহানুভূতি (sympathy)দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।’ সূত্রের খবর, শারীরিক অবস্থা খুব বেশি খারাপ না হলে সোমবারের মধ্যে হাসপাতাল (hospital)থেকে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর তিনি পেরুতে (peru)সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে কলম্বিয়ায় (columbia)ফিরে যাবেন।