নিউজ পোল ব্যুরোঃ শহরের পর শহরতলিতে টার্গেট একাকী বৃদ্ধ-বৃদ্ধারা। কলকাতায়(Kolkata) ফের ডাকাতি (Rubbery)। দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ৭ জন ডাকাত দল বৃদ্ধার বাড়ির নিচতলার ভাড়া দেওয়া ঘরের জানলা ভেঙে ওপরে উঠে চালায় লুটপাট। ৭০ উর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাকে ভয় দেখিয়ে মুখে হাত দিয়ে চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে আলমারি ভেঙ্গে সর্বস্ব লুটে করে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনা সিসিটিভিতে(CCTV) ধরা পড়েছে। যেখানে দেখা যায় ৭ জনের দুষ্কৃতি দল বাড়ির ভেতরে প্রবেশ করছে। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল এবং মাথায় ছিল হেলমেট । জানা গিয়েছে, ৭৫ বছরের বৃদ্ধ শংকর মজুমদার প্যারালাইসড হওয়ার কারণে আট বছর ধরে শয্যাশায়ী। তাঁর স্ত্রী পুতুল মজুমদারকে মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে নাকের হাতের আংটি সমস্ত কিছু খুলে নেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোমবার ভোর রাতে ৭ জনের দল কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করে। বাড়ির পেছনে একতলায় ভাড়া দেওয়া ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালার গ্রিল ভেঙে তালা খুলে দোতালায় উঠে যায়। এরপরেই বৃদ্ধ বৃদ্ধার মুখ চেপে চলে লুট।
কর্মসূত্রে বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশীষ মজুমদার মহারাষ্ট্রে বসবাস করেন। এলাকাবাসীদের দাবি, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনাস্থলে গিয়েছে, দমদম থানার পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের নিরাপত্তার দায়িত্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এই ঘটনার কিছুদিন আগেই কলকাতার, বড়তলা থানা এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা শয্যাশায়ী বৃদ্ধাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা ও গয়না লুঠ করে।