Skin Care Tips: ত্বককে মসৃণ রাখতে রেটিনল ব্যবহারের সঠিক পদ্ধতি জানুন!

দেশ রূপচর্চা লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: আজকাল রেটিনল (Retinol), নিয়াসিনামাইড (Niacinamide), ভিটামিন সি (Vitamin-C), গ্লাইকোলিক অ্যাসিড (Glycolic Acid) এবং স্যালিসিলিক অ্যাসিড (Salicylic Acid) এইসব নাম আমাদের পরিচিত। এই উপাদান গুলি এখন প্রায় প্রতিটি স্কিনকেয়ার (Skin Care Tips) পণ্যের অংশ হয়ে উঠেছে সিরাম (Serum), ময়েশ্চারাইজার (Moisturizer) বা সানস্ক্রিনে (Sunscreen)। প্রত্যেকটি উপাদানেরই ত্বকের (Skin) জন্য নির্দিষ্ট উপকারিতা রয়েছে। যেমন, রেটিনল (Retinol) ত্বকের (Skin) কলাজেনের উৎপাদন বাড়িয়ে বলিরেখা (Wrinkles) কমাতে সহায়তা করে। ত্বককে (Skin) মসৃণ (Smooth) ও টানটান করে তোলে, এটি মূলত ভিটামিন এ-এর(Vitamin-A) একটি ধরন এবং ত্বকে চমৎকার উপকারিতা দিতে সাহায্য করে। বর্তমানে রেটিনলযুক্ত সিরাম থেকে শুরু করে ক্রিম (Cream), জেল (Gel) সবই বাজারে সহজেই পাওয়া যায়, যা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কিন্তু জানেন কি? রেটিনল (Retinol) যদি কিছু উপাদানের সঙ্গে একত্রে ব্যবহার করা হয়, তবে তার উপকারিতা কমে যেতে পারে বা ত্বকের (Skin) জন্য ক্ষতিকর হতে পারে?

১.ভিটামিন-সি (Vitamin C ) এবং রেটিনল (Retinol) একসঙ্গে ব্যবহার করবেন না ভিটামিন সি-এর (Vitamin C) পিএইচ (PH) মাত্রা কম এবং রেটিনলের (Retinol) পিএইচ (PH) একটু বেশি। যার ফলে এই দুটি উপাদান একত্রে ব্যবহার করলে ত্বকে অতিরিক্ত সমস্যা দেখা দিতে পারে বিশেষত যদি আপনার ত্বক (Skin) স্পর্শকাতর হয় তবে জ্বালা,র‍্যাশ, অন্যান্য ত্বক সমস্যা হতে পারে। তাই রেটিনল (Retinol) ব্যবহার করার পর ভিটামিন সি ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো।

২. বেঞ্জোয়েল পারক্সাইড (Benziel Peroxide) এবং রেটিনল (Retinot) একত্রে ব্যবহার করবেন না,যদিও দুটি উপাদানই ব্রণ কমাতে সাহায্য করে। তবে একসঙ্গে ব্যবহারের ফলে তাদের কার্যকারিতা হ্রাস পেতে পারে। রেটিনল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট (Anti Oxident) আর বেঞ্জোয়েল পারক্সাইড (Benziel Peroxide) তার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তাই এই দুটি উপাদান আলাদা আলাদা সময় বা পদ্ধতিতে ব্যবহার করাই সেরা।

৩. গ্লাইকোলিক অ্যাসিড (Glycolic Acid) এবং রেটিনল (Retinol) একত্রে ব্যবহার করা থেকে বিরত থাকুন। গ্লাইকোলিক অ্যাসিড(Glycolic Acid) ত্বকের (Skin) কোষের পুননির্মাণে সাহায্য করে এবং ব্রণ বা বলিরেখা (Wrinkles) কমাতে কার্যকর। তবে এটি রেটিনলের সঙ্গে মিশলে ত্বকে জ্বালা, র‍্যাশ বা রেডনেস হতে পারে। যদি আপনার ত্বক স্পর্শকাতর হয় তাহলে এই দুটি উপাদান একসঙ্গে ব্যবহার করা উচিত নয়।তাহলে এসব উপাদানকে যথাযথভাবে এবং সাবধানে ব্যবহার করাই ত্বকের জন্য সবচেয়ে উপকারী।