নিউজ পোল ব্যুরো: কেন্দ্র বনাম রাজ্য মামলা অথচ শুনানিতে উপস্থিত নেই কেন্দ্রের তরফে কোনও আইনজীবী। পাশাপাশি মামলাটি নিয়েও রয়েছে চূড়ান্ত জটিলতা। পশ্চিমবঙ্গ সরকারের করা মামলার শুনানিতে সোমবার সিবিআইকে তুলোধুনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আরও পড়ুনঃ Kolkata High Court: শিক্ষিকার বদলির আবেদন উপেক্ষা: স্কুল কমিটিকে ৫০,০০০ টাকা জরিমানা হাইকোর্টের
রাজ্য সরকার অনুমতি প্রত্যাহার করেছে। তারপরেও কি কোনো কেন্দ্রীয় সংস্থা রাজ্যে ঢুকে তদন্ত করতে পারে? সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মর্মে মামলা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের হয়ে সওয়াল করতে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কিন্তু উল্টোদিকে সিবিআই বা কেন্দ্রের তরফে কোন আইনজীবীকেই উপস্থিত থাকতে দেখা গেল না এদিন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলা রয়েছে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চের অধীনে। বিচারপতি গাভাই ঘটনায় এতটাই বিরক্ত এবং ক্ষুব্ধ হন যে বলেন, “আদালতের প্রতি ন্যূনতম সম্মান দেখান। আপনাদের এত আইনজীবী রয়েছেন, তাঁরা কোথায়? একজনও উপস্থিত থাকতে পারলেন না?” জনৈক জুনিয়র আইনজীবী বিচারপতির কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি জানান, সিনিয়র আইনজীবী এর সওয়াল করবেন কিন্তু এই মুহূর্তে তিনি অন্য একটি মামলার কাজে ব্যস্ত। তাই পাসওভার দেওয়ার অনুরোধ জানান তিনি। জানা যাচ্ছে আরও দু সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।