BSE News: ঘাবড়াবেন না! বাজারে পতনটাই শেষ কথা নয় বলছেন বিশেষজ্ঞরা

ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: অবশেষে লাগাতার ৮ সেশন (8 Session) পতনের (losing streak) পর সোমবার ঘুরে দাঁড়াল নিফটি-ফিফটি (Nifty50)। সকালের দিকে বাজার খুলতেই খানিক সময় নীচের দিকে থাকলেও সবুজ চিহ্নে দিনশেষ করেছে ইনডেক্স (Index)। মূলত ব্যাঙ্কিং স্টকগুলির (Banking Stocks) উপর ভর করেই এই উত্থান (Rise) ঘটেছে। সোমবার প্রায় ২৫০ পয়েন্ট (250 Points) ফিরে পেয়ে টানা ৯ দিন ক্রমাগত পতন রোধ হয়েছে বাজারের‌ (BSE News)। যদিও এই সম্পর্কে আগেই আভাস দিয়ে রেখেছিল জে এম ফাইনান্সিয়াল (JM Financial) নামক একটি ব্রোকেজ ফার্ম (Brokrage Firm)।

আরও পড়ুন: BSE NEWS: সোমবার বাজার খুলতেই সবার নজরে এই কোম্পানি

সোমবার বি‌এস‌ই (BSE News) সেনসেক্স (Sensex) ৭৬০০০ এবং নিফটি (Nifty) ২২,৯০০ পুনরুদ্ধার করেছে। এইচডি‌এফসি ব্যাংক (HDFC Bank), রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি (Reliance Industry) এবং ইন্ডাস‌ইন্ড ব্যাংকের (Indusind Bank) অবদান সবথেকে বেশি এই উত্থানের পেছনে। এইচডিএফসি ব্যাংকের শেয়ার বেড়েছে ১.৪ শতাংশ। এক‌ইসঙ্গে ইন্ডাস‌ইন্ড ব্যাংক, আইডি‌এফসি ফার্স্ট ব্যাংক (IDFC First Bank), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank), ব্যাংক অফ বরোদা (Bank of Baroda) এবং ফেডারেল ব্যাংকের (Fedaral Bank) শেয়ার‌ও (Share) উঠতির দিকে রয়েছে।

এইরকম ধারাবাহিক ৮ দিনের পতন গত একমাসে এই প্রথমবার‌ই ঘটেছে (BSE News)। এরপরেও যদি নিফটির পতন হয় সেইক্ষেত্রে প্রতি ১০০ -পয়েন্ট অন্তর সাপোর্ট পাওয়া যাবে। প্রথম সাপোর্ট পাওয়া যাবে ২২,৮০০ পয়েন্টে। তবে বিশেষজ্ঞদের (Experts) মতে যেকোন বড় উত্থানের পর এইধরণের পতন খুব স্বাভাবিক।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের (Investors) অযথা আতঙ্কিত হয়ে বারণ করেছেন (BSE News)। পরিবর্তে তাঁরা বলেছেন এইসময় পতনের ভয়ে শেয়ার বিক্রি না করে কম দামে শেয়ার কিনতে। ফলে পরবর্তীতে তাঁরা ভাল মুনাফা (Profit) অর্জন করতে পারবে। আর এইসময় শেয়ার বিক্রি করে দিলে পরে চড়া দামে বিনিয়োগ করতে হতে পারে ফলে রিটার্ন ভ্যালু (Return Value) কমে যেতে পারে।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা হয়েছে। এগুলি নিউজ পোল বাংলার মতামতের প্রতিফলন নয়।)