নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ‘রাইড গ্রিন, ব্রেথ ক্লিন’ — পরিবেশ (Environment) দূষণ (Pollution) কমানোর লক্ষ্যে মঙ্গলবার এক রিলে সাইকেল (Relay Cycling) যাত্রার সূচনা করল এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া (AAI)। ১২৬০ কিঃমিঃ পথ জুড়ে হবে এই প্রদর্শনী সাইকেল যাত্রা। দেশের বিভিন্ন জায়গা থেকে ১৫ জন সাইক্লিস্ট (Cyclist) অংশ নেয়।
আরও পড়ুন: Mary Kom Resignation: অলিম্পিক সংস্থা থেকে পদত্যাগ করলেন মেরি কম
এদিন এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার (AAI) পূর্বাঞ্চলীয় অধিকর্তা নিবেদিতা দুবে পতাকা দেখিয়ে সাইকেল যাত্রার (Relay Cycling) সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা এয়ারপোর্টের প্রধান অধিকর্তা তথা এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার আঞ্চলিক প্রধান ডঃ প্রভাত রঞ্জন বেউরিয়া।
এই পুরো অভিযানটির (Relay Cycling) আয়োজন করেছে এয়ারপোর্টের রিজিওনাল স্পোর্টস কন্ট্রোল বোর্ড (RSCB)। মোট চারটি পর্যায়ে হবে অভিযানটি। কলকাতা থেকে দুর্গাপুর-রাঁচি-দেওঘর হয়ে বাগডোগরায় গিয়ে মার্চের ৯ তারিখ শেষ হবে এই যাত্রা। তবে শুধু পরিবেশ সচেতনতাই নয়, শরীর সচেতনতার (Physical Fitness) বার্তাও দেবে এই অভিযান।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে (Relay Cycling) সংস্থার পূর্বাঞ্চলীয় অধিকর্তা নিবেদিতা দুবে বলেন, “আমাদের সকলের উচিৎ পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করা। বাতাস পরিষ্কার থাকলে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। পরিবেশকে পরিচ্ছন্ন রাখা রোজকার অভ্যাসে পরিণত করতে হবে।“