নিউজ পোল ব্যুরো: কেমন কাটবে সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার (Thursday) দেখে নিন আজকের রাশিফলে (Horoscope) কার ভাগ্যে কি আছে-
মেষ (Aries): শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব (enemy), ধর্মীয় কর্মকাণ্ডে দান করার সুযোগ আসতে পারে (charity)। পরিবারের মধ্যে অশান্তি বাড়বে (family discord)। সকালের দিকে কোন ক্ষতি হতে পারে (loss)। ব্যবসায় চিন্তা বাড়বে (business worries), বন্ধুদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে (friend support)। পেটের সমস্যায় ভুগতে পারেন (stomach issue)। কর্মচারীর সাহায্যে ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে (employee support)। অতিরিক্ত আবেগী সিদ্ধান্তের ফলে শারীরিক আঘাত লাগতে পারে (emotional decisions)।পাওনা নিয়ে বিবাদ হতে পারে (debts)।
বৃষ (Taurus): কীটপতঙ্গ থেকে সতর্ক থাকতে হবে (pests), পরিবারের ব্যয় সংকোচ নিয়ে আলোচনা হতে পারে (family expenses), শত্রুর ভয় বেড়ে যেতে পারে (enemy fear)। ব্যবসায় বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে (business intelligence)। কোন বড় প্রতিষ্ঠানে কাজের ব্যাপারে আলোচনা হতে পারে (job discussion)। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে (anger management)। সম্পত্তি নিয়ে বাবা-মার সঙ্গে বিরোধ হতে পারে (property dispute)। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে (legal expenses)। আর্থিক চাপের সৃষ্টি হতে পারে (financial pressure)। বাড়ির বাইরে কারো সঙ্গে বিতর্কে না জড়ানোই ভালো (avoid argument outside)। অতিরিক্ত কথা বললে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে (over-communication causes discord)।
মিথুন (Gemini): প্রেমের ক্ষেত্রে শান্তি আসতে পারে (peace in love)। চিকিৎসা সংক্রান্ত খরচ পারবে (medical expenses), সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বাড়বে (education worries)। পেটের সমস্যা হতে পারে (stomach problems)। বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা (friend love) ব্যবসায় ক্ষতি নিয়ে উদ্বেগ থাকবে (business loss concerns)। বাড়তি খরচের কারণে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে (spouse dispute due to extra spending)। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে (mental stress)।
কর্কট (Cancer): দূরবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে (travel opportunity), সামাজিক কাজের মাধ্যমে সুনাম বৃদ্ধি পেতে পারেন (reputation)। কোন আত্মীয়ের জন্য উদ্বেগ হতে পারে (concern for relatives), উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা সুযোগ আসতে পারে (overseas education)। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে (property buying)। অতিথির কারণে বাড়তি খরচ হতে পারে (guest-related expenses)। কাউকে তিক্ত কথা বললে আফসোস হতে পারে (harsh words regret)। লিভারের সমস্যা বাড়তে পারে (liver issues)। ব্যবসায় সুযোগ হারানোর সম্ভাবনা (business opportunity loss)।
সিংহ (Leo): অতিরিক্ত কথা বলার কারনে বাড়িতে অশান্তি হতে পারে (over-talking discord)। শরীরের অবস্থার অবনতি হতে পারে (health deterioration)। ব্যবসায় কিছু ভালো পরিবর্তন আসতে পারে (business improvement)। কোন আত্মীয়ের বাড়িতে যেতে হতে পারে (visiting relatives)। প্রেমের সম্পর্কে আঘাত আসতে পারে (relationship hurt)। খেলাধুলায় সফলতা আসতে পারে (sports success)। বিবাহের সুখবর আসতে পারে (wedding news), বাড়তি খরচের কারণে উঠবে (extra expenses)। শেয়ার বাজারে বিনিয়োগে সাবধান থাকুন (stock market caution)। পড়াশোনায় সুনাম বৃত্তি হতে পারে (scholarship success)। প্রতিবেশীদের সঙ্গে বিতর্কে না জড়ানোই ভালো (avoid neighborhood argument)।
বৃশ্চিক (Scorpio): সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলুন (adaptability), ব্যবসায় লাভের সুযোগ আসছে (business opportunity)। বন্ধুদের কাছ থেকে কিছু অশুভ খবর আসতে পারে (unfortunate news from friends)। বাড়তি খরচ নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে (disagreement with elders)। ব্যবসায় চাপ বাড়তে পারে (business pressure)। সন্তানের জন্য খরচ বৃদ্ধি হতে পারে (increased expenses for children)। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্রোধ বৃদ্ধি হতে পারে (anger from work pressure)।