নিউজ পোল ব্যুরোঃ বুধবারেই বিজেপি ঘোষণা করেছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক রেখা গুপ্তাকে(Rekha Gupta) নির্বাচিত করা হয়েছে। প্রথমবার বিধায়ক হলেও রেখার উপরের ভরসা রেখেছেন মোদী-শাহরা। বুধবার বিজেপি সিদ্ধান্ত ঘোষণা করার পরপরই, আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) এবং বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী(Atishi ) রেখা গুপ্তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গেই দিয়েছেন এক বার্তা।
নয়াদিল্লি আসন থেকে দিল্লির ভোটে হেরে যাওয়া আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি আশা করেন রেখা গুপ্তা নাগরিকদের কাছে বিজেপির দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবেন। এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, “দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেখা গুপ্তাজিকে অনেক অভিনন্দন। আমি আশা করি তিনি দিল্লির জনগণের কাছে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবেন। দিল্লির জনগণের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা প্রতিটি কাজে তাকে সমর্থন করব।” অন্যদিকে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী বলেন, এটা আনন্দের বিষয় যে দিল্লি একজন মহিলার নেতৃত্বে আসবে। রেখা গুপ্তা হবেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী।
অতিশী বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেখা গুপ্তা জিকে অভিনন্দন। দিল্লি একজন মহিলার নেতৃত্বে আসবে এটা আনন্দের বিষয়। আমি আশা করি দিল্লির জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবে। দিল্লির উন্নয়নের জন্য আপনারা আম আদমি পার্টির পূর্ণ সমর্থন পাবেন।” বিজেপি মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরেই, অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশী উভয়েই বলেছেন যে আপ উন্নয়নমূলক কাজে সমর্থন করবে। প্রসঙ্গত, রেখা গুপ্তা আজ লক্ষ্মীবারে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। উপস্থিত থাকবেন একাধিক তারাকা থেকে দিল্লির আম আদমি সকলেই। থাকবেন একাধিক তারকাও।