NASA: পৃথিবীকে বিধ্বস্ত করতে আসছে ২০২৪ওয়াইআর৪,কি আছে ভবিষ্যতে?

বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: নাসার (NASA )তথ্য নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। কি এমন তথ্য প্রকাশ্যে এনেছে নাসা? সম্প্রতি এক অস্বস্তিকর সংবাদ জানিয়েছে নাসা (NASA Asteroid Alert),যা আমাদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর তারা একটি নতুন গ্রহাণু (Asteroid 2024YR4) আবিষ্কার করেছে যার নাম রাখা হয়েছে ২০২৪ ওয়াইআর৪। সেই থেকে,বিজ্ঞানীরা এই গ্রহাণুটির গতিপথের ওপর গভীর পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং ২০৩২ সালে এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে (Asteroid Impact 2032)। যদিও এই বিপদের সম্ভাবনা মাত্র ৩.১ শতাংশ,তবুও একেবারে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, যদি এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে,তাহলে একটি গোটা শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে(City Killer Asteroid)।

বিশেষজ্ঞদের মতে,এই বিপদ সম্ভাব্য রয়েছে এমন এলাকাগুলোর মধ্যে রয়েছে কলকাতা,মুম্বই,ঢাকা,বাগোটা,আবিদজান,লাগোস এবং খার্তুম। এছাড়া বিপদের সম্ভাব্য পথ বিস্তৃত রয়েছে পূর্ব প্রশান্তমহাসাগরীয় অঞ্চল,দক্ষিণ আমেরিকার উত্তর অংশ,আফ্রিকা ,আরব সাগর ও দক্ষিণ এশিয়া(Asteroid Impact Zones। নাসা জানিয়েছে,পৃথিবীজুড়ে বসানো ‘ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক’ এর মাধ্যমে এই গ্রহাণুটিকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যাবে। এরপর এটি ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাবে,তবে ২০২৮ সালের জুন এটি আবার দৃশ্যমান হতে পারে (Asteroid Visibility 2028)।

এই গ্রহাণুটির আকার আনুমানিক ১৩০ ফুট থেকে ৩০০ ফুট চওড়া (Asteroid Size)। বিজ্ঞানীদের ধারণা,এতে কোনো বিরল ধাতু নেই এবং এটি পৃথিবীর কাছে পৌঁছানোর আগেই মাঝপথে ফেটে গিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে- যার শক্তি হবে ৮ মেগাটন টিএনটি বিস্ফোরণের সমান। একে বলা হচ্ছে ‘সিটি কিলার’ কারণ এই বিপুল শক্তির বিস্ফোরণ একটি পুরো শহরকে ধ্বংস করতে সক্ষম(City Killer Impact)।

তবে নাসা (NASA) আশাবাদী। কারণ তারা বলছে আগেও বহু মহাজাগতিক বস্তু পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত বিপদের সম্ভাবনা দূর হয়ে গিয়েছিল (NASA Optimism)। এখন তারা এই গ্রহাণুর দিকে মনোযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে,যাতে ভবিষ্যতে কোনোও বিপদ এড়ানো যায়।