Lokpal and Lokayukta Act 2013: লোকপালের তদন্তের নির্দেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্তা আইন (Lokpal and Lokayukta Act 2013)-এর আওতায় হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই লোকপাল (Lokpal) তদন্ত করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি আরএস গবই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ওএস ওকার বেঞ্চ লোকপালের(Lokpal and Lokayukta Act 2013) ২৭ জানুয়ারির নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে। একটি স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়। সুপ্রিম কোর্ট(Supreme Court) স্পষ্টভাবে জানায়, হাই কোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে লোকপাল সরাসরি তদন্তের অধিকার(Lokpal and Lokyukta Act 2013) রাখে না। এ ধরনের ক্ষেত্রে বিচারবিভাগের অনুমতি আবশ্যক বলে মনে করে শীর্ষ আদালত।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশের লোকপাল এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম খানউইলকর (A. M. Khanwilkar) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন যে, লোকপাল আইন অনুযায়ী (Section 14(1) of Lokpal Act) হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে। তবে সুপ্রিম কোর্ট(Supreme Court) সেই নির্দেশিকাকে স্থগিত করে জানায়, অভিযুক্ত বিচারপতির নাম প্রকাশ না করার দিকেও নজর দিতে হবে। শীর্ষ আদালত এটিকে বিচার বিভাগের গোপনীয়তা(Lokpal and Lokyukta Act 2013) এবং স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছে। লোকপালের(Lokpal and Lokyukta Act 2013) এমন তদন্ত উদ্যোগকে ‘বিরক্তিকর’ (intrusive) বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালতের বেঞ্চ। এই নির্দেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং গোপনীয়তা বজায়(Lokpal and Lokyukta Act 2013) রাখার উপর গুরুত্ব আরোপ করেছে সুপ্রিম কোর্ট(Supreme Court)।