নিউজ পোল ব্যুরো: বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া জনজীবন যেন কার্যত স্তব্ধ। বিশেষ করে, ফেসবুক (Facebook)। সমাজের উপরতলার মানুষের থেকে সারাদিন পাড়ার রকে আড্ডা দেওয়া ছেলে-ছোকরা, ফেসবুকে সকলেরই অবাধ যাতায়াত। তবে এবার সেই ফেসবুকের নিয়মে বড়সড় বদল আনল মেটা (Meta)।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: শুভেন্দুর নিশানায় নেই অভিষেক, নতুন সমীকরণের জল্পনা?
নিয়মটি ফেসবুক লাইভ (Facebook Live) সংক্রান্ত। লাইভের মাধ্যমে অনেকেই নিজেদের পারিবারিক অনুষ্ঠান কিংবা উল্লেখযোগ্য কোনো ঘটনা সরাসরি তুলে ধরেন। নিজেদের পণ্যের প্রচার করতে ব্যবসায়ীরাও ফেসবুক লাইভ করেন। নতুন নিয়মে, ৩০ দিন অতিক্রান্ত হওয়ার পর ফেসবুক লাইভ মুছে দেবে মেটা। ১৯ ফেব্রুয়ারি, বুধবার যে নতুন নীতিমালা ঘোষণা করেছে মেটা, তার মধ্যেই রয়েছে এই নয়া নিয়ম।
তবে চাইলে ফেসবুক লাইভ (Facebook Live) যে স্থায়ীভাবে সংরক্ষণ করা যাবেই না তা কিন্তু নয়। ৩০ দিন পর লাইভ ভিডিওগুলি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। তাই ভিডিওগুলি সংরক্ষণ করতে চাইলে তা এই সময়ের মধ্যেই করে ফেলতে হবে। মেটার পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়েছে, বেশিরভাগ লাইভেই যা ভিউ তা সম্প্রচারের প্রথম দু-তিন সপ্তাহেই হয়। তাই এই পরিবর্তন আনা হচ্ছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
পাশাপাশি এও জানানো হয়েছে যে পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীদের ই-মেইল মারফত বার্তা পাঠিয়ে সতর্ক করা হবে। এই বার্তা পাওয়ার ৯০ দিনের মধ্যে ভিডিও সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে একসঙ্গে বা আলাদাভাবে ভিডিও ডাউনলোড করা যাবে। এ ছাড়া ভিডিওগুলি সরাসরি ড্রপবক্স (Dropbox) বা গুগল ড্রাইভের (Google Drive) মতো ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করার সুবিধাও থাকবে।
ফেসবুকের লাইভ ভিডিও সংরক্ষণের করতে হলে সবার প্রথমে অ্যাকটিভিটি লগ অপশনে প্রবেশ করে ইয়োর লাইভ ভিডিওস ফিল্টারের মাধ্যমে ভিডিও সম্প্রচারের তারিখ বেছে নিতে হবে। এছাড়া প্রোফাইল, পেজ বা মেটা বিজনেস স্যুটের ‘ভিডিও’ বা ‘লাইভ’ ট্যাবে গিয়ে পছন্দের ভিডিও নির্বাচন করে ফুল স্ক্রিন মোডে চালু করে তিনটি ডট মেনু থেকে ভিডিও ডাউনলোড অপশন নির্বাচন করা যাবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও সংরক্ষণ করা সম্ভব না হয়, তাহলেও চিন্তা নেই। ছয় মাস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে। এ ক্ষেত্রে নোটিফিকেশন থেকে ‘লার্ন মোর’ অপশনে গিয়ে পোস্টপন্ড নির্বাচন করলে ভিডিও রেখে দেওয়ার সময়সীমা বাড়ানো যাবে।