West Bengal School Board: বাংলা মিডিয়াম বা ইংরেজি মিডিয়াম? জানুন কোনটি আপনার সন্তানের জন্য সেরা

দেশ শিক্ষা

নিউজ পোল ব্যুরো: অভিভাবকরা প্রায়ই চিন্তিত থাকেন তাঁদের সন্তানদের ভবিষ্যত (future of children) নিয়ে এবং এটা একেবারেই অমূলক নয়। বিশেষত,যখন স্কুলে (School) ভর্তি (Admission) করানোর কথা আসে,তখন এই চিন্তা আরও বেড়ে যায়। বর্তমান সময়ে পরিস্থিতি অনেকটাই বদলেছে। এক সময়,যখন সরকারি পরিস্থিতি অনেকটাই বদলেছে। এক সময়,যখন সরকারি বা বাংলা মিডিয়াম স্কুলের (Bengali Medium School) প্রতি সম্পূর্ণ আস্থা ছিল,তখন অভিভাবকরা সন্তানদের (Children) সেসব স্কুলে (School) ভর্তি করিয়ে নিশ্চিন্তে থাকতেন।

কিন্তু এখন সেই দিন আর নেই। কলকাতা (Kolkata) বা জেলার বিভিন্ন খ্যাতনামা বাংলা মিডিয়াম স্কুলগুলিও (Bengali Medium School) এখন নানা সমস্যার (Problem) মুখোমুখি। এখন অভিভাবকেরা যদি সন্তানদের স্কুলে ভর্তি (Admission) করার কথা ভাবেন,তবে অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজি মিডিয়াম স্কুলকেই (English Medium School) প্রাধান্য দেন। কিন্তু এখানেও রয়েছে কিছু বিভ্রান্তি। ইংরেজি মিডিয়াম স্কুলে (English Medium School) ভর্তি করানো অনেকটা নিশ্চিত হয়ে গেলেও,পরবর্তী পদক্ষেপটা নিয়ে অনেক অভিভাবকদেরই দ্বিধা থাকে। বিশেষত CBSE বা ICSE বোর্ডের মধ্যে কোনটি তাদের সন্তানদের জন্য উপযুক্ত,সেই নিয়ে তারা সঠিক সিদ্ধান্ত (Decision) নিতে পারেন না।

ভারতের তিনটি প্রধান বোর্ড হল; স্টেট বোর্ড (State Board), সিবিএসই (CBSE) এবং আইসিএসই (ICSE)।

স্টেট বোর্ড (STATE BOARD): এই বোর্ডে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী (Student) পড়াশোনা করে। প্রতিটি রাজ্যের নিজস্ব বোর্ড থাকে,যেখানে স্থানীয় ভাষা (Regional Language) ,হিন্দি (Hindi) এবং ইংরেজিতে (English) শিক্ষা (Education) দেওয়া হয়।

সিবিএসই (CBSE): এই বোর্ডটি সারা দেশে প্রচলিত এবং এটি মূলত ইংরেজি মিডিয়াম স্কুলের (English Medium School) জন্য। CBSE বোর্ডের ছাত্র ছাত্রীরা সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি সফল হয়।

আইসিএসই (ICSE): ICSE বোর্ডে ইংরেজির (English) ওপর বিশেষ গুরুত্ব (Important) দেওয়া হয়। এই বোর্ডে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা ইংরেজি (English) ভাষায় অত্যন্ত দক্ষ হয়ে ওঠে।এখন অভিভাবকদের উচিত তাদের সন্তানের ভবিষ্যতের প্রয়োজন এবং ইচ্ছার ওপর ভিত্তি করে উপযুক্ত বোর্ড নির্বাচন করা। যদি সন্তানের ভবিষ্যতে (Future) প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা থাকে, তবে CBSE বোর্ড হবে সবচেয়ে ভালো অপশন (Best Option)।

তবে যদি কোনও ছাত্র বিদেশে পড়াশোনা করতে চান,তাহলে ICSE বোর্ড তাদের জন্য সেরা হবে। সব মিলিয়ে সন্তানের শিক্ষাগত চাহিদা এবং ভবিষ্যতের লক্ষ অনুযায়ী বোর্ড (Board) বেছে নেওয়া জরুরি।