International Mother Language Day: কলকাতা হাইকোর্টে বাংলা ভাষায় শুনানি,আইনজীবীরা কী বললেন?

কলকাতা দেশ রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ভাষা দিবস (Language Day)। শুক্রবার কলকাতা হাই কোর্টে (Kolkata High Court)এক দিনের জন্য বাংলা ভাষায় শুনানি অনুষ্ঠিত হবে! এমনটাই সিদ্ধান্ত (Decison) নিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)। তাঁর মতে,বাংলা ভাষার প্রতি সন্মান (Respect) জানাতেই এই পদক্ষেপ।এদিন হাইকোর্টের (High Court) ১৯ নম্বর কক্ষে সব সওয়াল জবাব বাংলায় অনুষ্ঠিত হবে। বিচারপতি বসুর এজলাস সূত্রে খবর,এই দিনটি পুরোপুরি বাংলায় শুনানি হবে,আইনজীবীরা (Lawyers) সশব্দে বাংলা ভাষায় (Bengali Language)নিজেদের বক্তব্য পেশ করবেন।

এই উদ্যোগের লক্ষ্য হল বাংলা ভাষার (Bengali Language)মর্যাদা বৃদ্ধি করা,যা ২১ ফেব্রুয়ারির ভাষা দিবসের (International Mother Language Day) তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে।যদিও এই সিদ্ধান্ত (Decison)নিয়ে কিছু প্রশ্ন তৈরী হয়েছে।যেমন, আইনজীবীদের জন্য বাংলা ভাষায় (Bengali Language)সওয়াল করা বাধ্যতামূলক হলেও,নির্দেশ এবং রায় ইংরেজিতে দেওয়া হবে।কিছু আইনজীবী (Lawyers) বাংলা জানেন না,তাদের ক্ষেত্রে কীভাবে বাংলা শুনানি হবে,তা নিয়ে প্রশ্ন উঠেছে।তবে আদালতের (Court)ব্যাখ্যা,বাংলা ভাষায় কথা বলা বাধ্যতামূলক নয়।যারা বাংলা বোঝেন না বা বলতে পারেন না,তারা ইংরেজিতে (English)সওয়াল করতে পারবেন।

এই ধরনের একটি উদাহরণ ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) সময়ে। সেই সময়ে,এক সপ্তাহ ধরে বাংলায় শুনানি হয়েছিল কলকাতা হাই কোর্টে (Kolkata High Court)।বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন,তার এজলাসে আসা অনেকেই ইংরেজি (English) জানতেন না বা বুঝতে পারতেন না,তাই সাধারণ মানুষের সুবিধার জন্য বাংলায় শুনানি করা হয়।

তবে সাধারণত,কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) সওয়াল জবাব ইংরেজিতে (English)হয়,কিন্তু দেশের অন্যান্য হাইকোর্টে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও (Hindi)সওয়াল করা হয়। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) কিছু নির্দেশনা বাংলায় (Bengali) অনুবাদ করা হয়,যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন। এই ধরণের উদ্যোগ বাংলা ভাষাকে সন্মান (Respect)জানাতে এবং আইনব্যবস্থার সান্নিধ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।