নিউজ পোল ব্যুরোঃ বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ নিয়েছেন রেখা গুপ্তা(Rekha Gupta )। প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিয়েছেন রেখা। সেই সঙ্গে বণ্টন হয়েছে দফতর(Cabinet portfolios)। । বৃহস্পতিবার শপথ গ্রহণকারী দিল্লির বিজেপি সরকার নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করেছে। জেনে নিন কার হাতে গেল কোন দফতর।
দায়িত্ব বণ্টনের পর পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অর্থ( Finance), রাজস্ব, নারী ও শিশু উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধান নিজেই করবেন। বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র নেতা এবং বিশিষ্ট পাঞ্জাবি মুখ আশিস সুদকে। অন্যদিকে জাঠ নেতা প্রবেশ ভার্মা গণপূর্ত বিভাগ (PWD) এবং সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের তত্ত্বাবধান করবেন, যা যমুনা পরিষ্কারের সঙ্গে যুক্ত। আশিস সুদ বিদ্যুৎ, শিক্ষা এবং নগর উন্নয়নের দপ্তরও দেখাশোনা করবেন। অন্যদিকে প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক পঙ্কজ কুমার সিং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পাশাপাশি পরিবহনের তত্ত্বাবধান করবেন। দলের নেতা রবীন্দ্র ইন্দ্রাজ সমাজকল্যাণ, এসসি/এসটি কল্যাণ দপ্তরের দায়িত্বে থাকবেন। তাছাড়াও দলের কট্টর হিন্দুত্ববাদী মুখ কপিল মিশ্রকে আইন ও বিচার মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তিনি শ্রম বিভাগেরও তত্ত্বাবধান করবেন। শিখ নেতা মনজিন্দর সিং সিরসা খাদ্য ও সরবরাহ বিভাগের পাশাপাশি নতুন বন ও পরিবেশ মন্ত্রী হবেন।
বৃহস্পতিবার রামলীলা ময়দানে এক জমকালো অনুষ্ঠানে দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক এবং বিজেপির একজন বিশিষ্ট মুখ রেখা গুপ্ত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁর মন্ত্রিপরিষদও শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে, মন্ত্রিসভা প্রথম বিধানসভা অধিবেশনে ১৪টি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) প্রতিবেদন পেশ করার সিদ্ধান্ত নেয়। এই প্রতিবেদনগুলিতে ইতিমধ্যেই আবগারি নীতি কেলেঙ্কারি এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের অযৌক্তিক সংস্কারের কারণে সরকারি ক্ষতির কথা প্রকাশ করা হয়েছে। রেখা গুপ্ত মন্ত্রিসভা তার নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে মহিলা সম্মান যোজনা, যার লক্ষ্য দিল্লির মহিলাদের জন্য ২,৫০০ টাকা প্রদান করা। তা ছাড়াও সরকার কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান যোজনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যা আপ সরকার গ্রহণ করেনি। এছাড়াও, কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত ৫ লক্ষ টাকার পাশাপাশি দিল্লি সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার টপ-আপ অনুমোদন করা হয়েছে।