নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আগামী ২৫ তারিখ রাজ্য বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন। সেই অধিবেশন শুরুর আগে আজ শুক্রবার বসতে চলেছে সর্বদলীয় বৈঠক।
এদিন বেলা ১২টা নাগাদ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে এই বৈঠকে অংশ নেওয়ার জন্যে শাসক তৃণমূল কংগ্রেস ছাড়াও বিরোধী বিজেপি ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফকে #ISF আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরেই কার্য উপদেষ্টা কমিটি অধিবেশনের কার্যসূচি স্থির করবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আগামী সোমবার শুরু হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন।