নিউজ পোল ব্যুরো: ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ মেলা(Maha Kumbh Mela)। লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন ইতিমধ্যেই। আর এই ভিড়েই পুণ্যস্নানের উদ্দেশ্যে যোগ দিয়েছেন টলিউড থেকে বলিউডের বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। পুণ্যস্নানের জন্য তারাও উপস্থিত হয়েছেন এই মহাকুম্ভ মেলায়। এবার এই মহাকুম্ভ মেলায় নজর কেড়েছেন ওটিটির এক বিষয় ওয়েব সিরিজ ‘পাতাললোক’ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee in Prayagraj)। বর্তমানে উপস্থিত হয়েছেন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। কিন্তু এই প্রয়াগরাজে উপস্থিত হওয়ার কারণ পুণ্যস্নান একেবারেই নয়। নেপথ্যে রয়েছে অন্য এক গল্প।
অভিষেক প্রয়াগরাজে উপস্থিত হয়েছেন এক সিনেমার শুটিংয়ের জন্য। যদিও নির্মাতারা অনেক চেষ্টাই করেছিলেন এই খবরটি সমাজমাধ্যম থেকে লুকিয়ে রাখার, তবে শেষরক্ষা হয়নি। সম্প্রতি অভিষেক প্রয়াগরাজে তোলা(Abhishek Banerjee in Prayagraj) একটি ছবির পোস্টকে ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তার আসন্ন সিনেমাতে অভিনেত্রী হিসেবে রয়েছেন সাহানা গোস্বামী(Sahana Goswami)। তাদের দুজনের একসঙ্গে তোলা একটি ছবি প্রকাশ্যে এসেছে। অভিষেক তার পোস্ট করা ছবির নিচে লিখেছেন,”আমি সিনেমার শুটিংয়ের জন্য এখানে এসেছি। কিন্তু কি সিনেমা তার ব্যাপারে আমি এখন কিছুই বলব না। কিন্তু এখানে(Abhishek Banerjee in Prayagraj) শুটিং করতে বেশ লাগছে। একদম অন্য রকম অভিজ্ঞতা।
সূত্রের খবর, এই ছবিটি অভিষেকের কেরিয়ারে এক অন্যরকম ছবি হতে পারে। এই ছবির মাধ্যমে অভিষেক এবং সাহানা জুটিকেও(Abhishek Banerjee and Sahana Goswami) দর্শকরা অন্য রূপে পেতে চলেছেন। সিনেমার নির্মাতাদের তেমনই ইচ্ছে। এই ছবির পর অভিষেককে ফের দেখা যাবে ‘মির্জাপুর'(Mirzapur) ছবিতে। সেখানে তিনি এক কম্পাউন্ডারের চরিত্রে অভিনয় করবেন। এর পাশাপাশি তার অভিনীত কিছু ওয়েব সিরিজও মুক্তির অপেক্ষায় রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল- ‘সেকশন এট্টিফোর'(Section 84) এবং ‘রানা নাইডু ২'(Rana Naidu 2)।