Tesla: আবেদন করতে পারেন আপনিও, কী কী পদে কর্মী নিয়োগ করছে টেসলা?

দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: ভারতে প্রবেশ করেছে টেসলা (Tesla)। সম্প্রতি এলন মাস্ক (Elon Musk) এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বৈঠকের পরপরই ভারতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে টেসলা। চাইলে আপনিও আবেদন করতে পারেন। দেখে নিন, এদেশে কোন কোন পদে নিয়োগের প্রক্রিয়া চালু করেছে টেসলা।

আরও পড়ুনঃ Tesla in India: টেসলা কি ভারতে ব্যবসা শুরু করতে চলেছে? নতুন নিয়োগে উত্তেজনা

সোমবার লিঙ্কডইন (Linked in) প্ল্যাটফর্মে মোট ১৩টি পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে টেসলা। এর মধ্যে রয়েছে সার্ভিস টেকনিশিয়ান, কাস্টমার এনগেজ ম্যানেজার, ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট এবং বিভিন্ন বিভাগে পরামর্শদাতার পদ। লিঙ্কডইন মারফত চাইলে আপনারা এসব পদের জন্য আবেদন করতে পারেন। মুম্বই এবং দিল্লিনিবাসীদের জন্য থাকবে বিশেষ সুবিধা।

বর্তমানে ভারত সরকার ৪০ হাজার ডলারের বেশি দামের বৈদ্যুতিক যানবাহনের আমদানি শুল্ক ১১০ শতাংশ থেকে ৭০ শতাংশ করে দিয়েছে। এর ফলেই ভারতে প্রবেশের জন্য টেসলার (Tesla) সামনে খুলে গিয়েছে এক সুগম পথ। আর টেসলা এদেশে প্রবেশ করতেই কর্ম সংস্থানও বৃদ্ধি পেতে চলেছে।

নিউজপোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

রিপোর্ট বলছে, ২০২৪ সালে এদেশে লক্ষাধিক বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। যা চিনের তুলনায় অনেকটাই কম। চিনে গত বছর ১.১ কোটি ই-গাড়ি বিক্রি হয়েছে। তবে ভারতে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা ক্রমবর্ধমান। সে কারণেই ভারতে আসতে এত বেশি আগ্রহী টেসলা (Tesla)। আর তা এক নয়া দিগন্ত খুলে দিতে পারে বেকারদের জন্য।