TMC: খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ‘মনোরঞ্জন ব্যাপারী’ এখন তৃণমূলের মাথাব্যথার কারণ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ শাসক দলের বিধায়ক হলেও তিনি একেবারে মাটির সঙ্গে সম্পর্কিত। তাঁকে ঘিরেই যত বিতর্ক। তিনি কখনও রিকশা চালিয়ে এমএলএ হস্টেল থেকে বিধানসভায় আসেন । আবার কখনও শাসক দলের দুর্নীতি নিয়ে সরব হন। বারবার নিজেকে উল্লেখ করেছেন খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে । কথা হচ্ছে বলাগড়ের তৃণমূল বিধায়ক(TMC MLA) মনোরঞ্জন ব্যাপারীকে(Manoranjan Byapari)। তাঁকে নিয়েই এখন তৃণমূলের মাথা ব্যথা।

কয়েকদিন আগেই তিনি রিকশা চালিয়ে এসেছিলেন। বারবার তাঁকে দেখা গিয়েছে নির্বাচন থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হতে। এমনকি বহু বিতর্কিত পোস্ট করেছেন ফেসবুকে । যদিও আগে এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কোপে পড়তে হয়নি কখনও মনোরঞ্জন ব্যাপারীকে (Manoranjan Byapari)। কিন্তু এবার বিধানসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের জন্য নিজস্ব পতাকার দাবি তোলার পরেই যাবতীয় ঝামেলার সূত্রপাত । দেশের বিভিন্ন রাজ্যের নিজস্ব পতাকা থাকলেও বাংলার নেই। তাই তিনি পশ্চিমবঙ্গের জন্যও নতুন পতাকা প্রয়োজন হিসেবে উল্লেখ করেন। তাঁর যুক্তি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য পৃথক সঙ্গীত করেছেন, সে তেমনই রাজ্যের জন্য আলাদা পতাকা তৈরি হোক। এটা শুনেই অবাক হয়ে যান স্পিকার।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/21/kolkata-like-incident-happende-in-birbhum-3-persons-body-recovered/

এই সব কারণে ২০২৬ সালে তাঁকে নির্বাচনের টিকিট দেওয়া হবে কিনা তানিয়েই দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন তৃণমূলের নেতা হয়ে দলের বিরুদ্ধে মুখ খোলায় বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে। বলাগড়ের তৃণমূল বিধায়ক দিনে দিনে ‘বোঝা’ হয়ে উঠছেন বলেই মনে করছেন দলের একাধিক শীর্ষ নেতা্‌। ২০২৬-এর ভোটে তৃণমূলের উপর প্রভাব পড়তে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন। তাই জল্পনা তৈরি হয়েছে তৃণমূলে তাঁর পরিষদীয় ভবিষ্যৎ নিয়ে ।