নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University Admission 2025) শিক্ষার্থীদের জন্য ডিজিটাল হিউম্যানিটিজ অ্যান্ড কালচারাল ইনফরমেটিকস (Digital Humanities and Cultural Informatics) বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোর্স (Post Graduate Certificate Course) শুরু করতে চলেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের মার্চ থেকে জুন পর্যন্ত এই কোর্স চলবে। এই বিশেষ কোর্সটির পরিচালনার দায়িত্বে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেকস্টস অ্যান্ড রেকর্ডস (School of Cultural Texts and Records)। ডিজিটাল প্রযুক্তির (Digital Technology) প্রসারে হিউম্যানিটিজ (Humanities) বিভাগে আসা পরিবর্তন এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা (Economic Constraints) সংক্রান্ত বিষয়গুলিকে এই কোর্সে গুরুত্ব দেওয়া হবে।
এই কোর্সের ক্লাস হবে কলেজে। (Offline), অনলাইনে নয়। সপ্তাহে তিন দিন সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত ক্লাস চলবে। শিক্ষার্থীরা লেকচার (Lecture), প্র্যাক্টিক্যাল ক্লাস (Practical Class), ওয়ার্কশপ (Workshop), প্রদর্শন (Demonstration), গ্রুপ ডিসকাশন (Group Discussion), এবং প্রোজেক্ট (Project)-এর মাধ্যমে বিষয়টি শিখতে পারবেন। এই কোর্সে(Jadavpur University Admission 2025) ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে অনার্স-সহ স্নাতক (Bachelor’s Degree with Honors) হতে হবে। এই পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোর্সটির ফি ১৪,৭৫০ টাকা (GST সহ) নির্ধারিত হয়েছে।
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Jadavpur University Official Website) থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুযায়ী আবেদনপত্র (Application Form) এবং প্রয়োজনীয় নথি (Required Documents) ই-মেইলের (Email) মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫। এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইচ্ছুক প্রার্থীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) পরিদর্শন করতে পারেন। যারা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হিউম্যানিটিজ বিভাগে(Jadavpur University Admission 2025) নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে চান, তাদের জন্য এই কোর্স একটি বিশেষ সুযোগ হতে পারে।