নিউজ পোল ব্যুরো: মহাশিবরাত্রিতে (Maha Shivaratri) মহাকুম্ভে (Maha Kumbh 2025) শেষ দফার ‘শাহী স্নান’। তখন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেজন্য তৎপর হল রেল। চলতি মহাকুম্ভের বিগত শাহী স্নানগুলির কথা মাথায় রেখে নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সম্প্রতি নয়া দিল্লি স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছে তারপর থেকেই সতর্ক রেল। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন মহাকুম্ভে (Maha Kumbh 2025) শেষ শাহী স্নানে যাতে পূণ্যার্থীরা নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে রেল সূত্রে খবর। খুব স্বাভাবিকভাবেই জংশন স্টেশনগুলিতে বেলাগাম ভিড় হচ্ছে। তাই বিশেষ করে, এই স্টেশনগুলির নিরাপত্তাতেই জোর দেওয়া হচ্ছে।
যে কোনো রকম বিশৃঙ্খলা আটকাতে আরপিএফ, জিআরপি এবং স্থানীয় পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ইত্যাদি রাজ্য থেকে যে সমস্ত পুণ্যার্থীরা মহাকুম্ভে (Maha Kumbh 2025) স্নান করতে যাচ্ছেন, তাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়েই যেতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে কার্যত উপচে পড়ছে ভিড়। তাই বিশেষ করে এই জংশনকে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শশীকান্ত ত্রিপাঠী সম্প্রতি জানিয়েছেন, শিবরাত্রিতে শেষ দফার এই শাহী স্নানের কথা মাথায় রেখে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে চাইছে রেল। তিনি আরো বলেন, ভিড় যদি মাত্রাতিরিক্ত হয়, সেক্ষেত্রে স্টেশনের এক দিক দিয়ে পুণ্যার্থীদের বের করা হবে। আর অন্য দিক দিয়ে কুম্ভফেরত মানুষ স্টেশনে ঢুকবেন। পাশাপাশি ভিড় সামলানোর জন্য বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য আলাদা আলাদা ‘কালার কোডেড হোল্ডিং এরিয়া’ থাকবে। তেমন হলে অতিরিক্ত যাত্রীদের খুশরো বাগের ‘হোল্ডিং এরিয়া’তে অপেক্ষা করতে হবে।