নিউজ পোল ব্যুরো: হাওড়ায় (Howrah) পর পর চলল গুলি (Shoot Out)। গত বুধবার গভীর রাতে মধ্য হাওড়ায় গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চলল গুলি(Shoot Out At Howrah)। এবার ঘটনাস্থল লিলুয়ার অন্তর্গত গোশালা রোড এলাকা। শুক্রবার রাতে গুলিবিদ্ধ হন রাজেস সিং নামে এক ব্যবসায়ী।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/15siU7D82E/
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই ব্যবসায়ীকে। শুক্রবার রাতে লিলুয়ায় এক আবাসনের ভিতরে চলছিল জন্মদিনের পার্টি, আর তখনই বাইরে থেকে শোনা গেল গুলির শব্দ। এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁর পেটে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রের খবর। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী রাজেস সিং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/24/google-tracking-and-how-to-stop-it/
পুলিশ সূত্রে খবর, পুরনো খুনের মামলায় জড়িত গুলিবিদ্ধ রাজেশ সিং। অসামাজিক কাজের সঙ্গেও তাঁর নাম যুক্ত আছে। একসময় জেলও খেটেছিলেন এই রাজেশ সিং। সেই ঘটনার সঙ্গে এই গুলি চালানোর ঘটনার যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গত বুধবার হাওড়ার নেতাজি সুভাষ রোডের পাশে গৌড়ীয় মঠের কাছে একটি নির্জন গলিতে হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল গুলিবিদ্ধ হন। আইসির বাঁ হাতে গুলি লেগেছিল। পরে তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পর পর দুটি ঘটনায় আতঙ্কে হাওড়ার বাসিন্দারা। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। দুটি ঘটনারই তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ।