নিউজ পোল স্পোর্টস ব্যুরো: কলকাতা ডার্বি (Kolkata Derby)? ইংলিশ ডার্বি (English Derby)? মাদ্রিদ ডার্বি (Madrid Derby)? সবকিছুই যেন শিশু ভারত-পাক (IND vs PAK) মহারণের কাছে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ (Bilateral Series) খেলেনা দুই দেশ। আইসিসি টুর্নামেন্টই (ICC Tournament) যা ভরসা। আর তাই যখনই মুখোমুখি হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, সময় যেন থমকে যায়। এ এক ভিন্ন আবেগ। ভিন্ন অনুভূতি। দুই দেশের আপামর জনগণ নিজ দেশের জয় কামনায় প্রার্থনা করতে থাকে সর্বশক্তিমানের কাছে। রবিবাসরীয় দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) হাইভোল্টেজ ম্যাচে রোহিতরা (Rohit Sharma) নামবেন বাবরদের (Babar Azam) বিরুদ্ধে। তার আগেই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে যাগ-যজ্ঞ ইত্যাদি। বাদ নেই শহর কলকাতাও (Kolkata)।
আরও পড়ুন: IND Vs PAK: চিরশত্রুদের হারাতেই হবে, ভারতের জয় কামনায় যজ্ঞ বিধান নগরে
“নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান” — অতুল প্রসাদ সেনের (Atul Prasad Sen) এই কালজয়ী গানটি জন্য সত্যি হয়ে যায় ভারত-পাক (IND vs PAK) যুদ্ধের পটভূমিকায়। এ যুদ্ধ গোলাগুলি-বারুদের না হয়েও তার থেকে কোন অংশে কম কিছু নয়। যতই মতভেদ থাকুক না কেন, ভারত-পাক মানে ঘটি-বাঙাল থেকে উঃ-দঃ কলকাতা ‘মিলে সুর মেরা তুমহারা।“ সেই কারণেই রবিবার সকাল থেকে বিধাননগর পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টলেক দত্তাবাদ অঞ্চলের শিবাঙ্গন মন্দিরে চলছে হোম-যজ্ঞ।

বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত, ওয়ার্ড সচিব নির্মল দত্তের উদ্যোগে সেখানকার আবাসিকরা জাতীয় পতাকা (National Flag), ব্যাট-বল (Bat-Ball) সামনে রেখে এই হোম যজ্ঞের আয়োজন করেছেন।শঙ্খ বাজিয়ে ‘ইন্ডিয়া-ইন্ডিয়া’ (India-India) স্লোগান দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের (Indian Cricket Team) জন্য প্রার্থনা করছেন বাচ্চা-বয়স্ক থেকে মহিলারাও। পাকিস্তানকে (Pakistan) ধুলোতে মিশিয়ে ইন্ডিয়া (Team India) জিতবে আজ (IND vs PAK) এই বিষয়ে পুরোপুরি আশাবাদী তারা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দেবাদিদেব মহাদেব (Lord Shiva) যেমন রুদ্র রূপে প্রলয় ঘটান। বিনাশ করেন শত্রুদের। ঠিক সেরকমই রো-কো জুটি (Ro-Ko) অবতীর্ণ হোন রুদ্র রূপে এবং পাক নিধন (IND vs PAK) করুন, হাতে রোহিত-কোহলিদের ছবি নিয়ে এটাই প্রার্থনা ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত কুন্ডু, জ্যাকি দাস, মাম্পি সর্দারদের। ভারত (India) জেতার পর বিজয় উৎসবে মাতবেন তাঁরা সেইদিকে তাকিয়ে রয়েছেন এমনটাই জানিয়েছেন সকলে।