নিউজ পোল ব্যুরো : জেল থেকে ফিরেই সক্রিয় রাজনীতির ময়দানে পা দিয়েছেন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। তবে তিহার থেকে ফেরার পর অনেকটাই বদলে গিয়েছেন বীরভূমের বেতাজ বাদশা(Anubrata Mondal)। গলায় এবং কথায় এখন সুর বদলেছে। শোনা যাচ্ছে সকলকে একসঙ্গে নিয়ে চলার কথা। যোগ দিচ্ছেন শিক্ষামূলক অনুষ্ঠানে। ছাত্রছাত্রীদের দিচ্ছেন ভালো পড়াশোনা করার পরামর্শ। এবার ইলামবাজার ব্লক রামনগর জঙ্গল মহল তৃণমূল কংগ্রেসের জনসভায় অনুব্রত মন্ডলকে রুপোর তীর ধনুক দিয়ে সম্মান জানালেন আদিবাসী তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন: Gout Pain: বাতের ব্যথায় ভয়ঙ্কর উপসর্গ, জানুন বিস্তারিত
তবে জেল থেকে ফেরার পর বীরভূমে প্রকট হয়েছে তৃণমূলের দুই নেতা কাজল(Kajal Shekh) ও অনুব্রত গোষ্ঠীর দ্বন্দ্ব। কেউ কাউকে এক ইঞ্চি জমি নারাজ। সেখানে এখন তৃণমূলের এক গোষ্ঠী কাজল শেখকে রুপোর সিংহ দিয়ে বীরভূমের সিংহর খেতাব দিছেন অন্যদিকে তৃণমূলের আরেক গোষ্ঠী, তখন অনুব্রত মণ্ডলকেও তীর ধনুক উপহার দিচ্ছে। এই ঘটনার পরেই ফের প্রশ্ন উঠছে তাহলে কি যে ঠান্ডা লড়াই কেষ্ট ও কাজলের মধ্যে চলছে সেটা কি ক্রমশ প্রকাশ পাচ্ছে? সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে একই দলের দুই গোষ্ঠীর মধ্যে এই লড়াই ভোট ব্যাংকে প্রভাব ফেলবে কি ? তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/
এঅন্যদিকে বার বার দেখা যাচ্ছে বীরভূম জেলাই কাজল -কেষ্টর অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। যদিও এই নিয়ে কাজল বা অনুব্রত কেউই মুখ খোলেননি । তবে এই নিয়ে চর্চা বন্ধ নেই। একের পর এক ঘটনা দেখে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠছে যে বীরভূম জেলা আগামী দিনে কার দখলে থাকবে অনুব্রত মণ্ডল না কি কাজল শেখ?