Fire in kolkata: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে

কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাতের কলকাতায়(kolkata) ফের অগ্নিকাণ্ড(Fire Incident)। ঘটনাকে ঘিরে রাতেই এলাকাজুরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে রবিবার রাতে ১২২/১ এ মতিলাল নেহেরু রোডের একটি ডেকরেটার্স এর গোডাউনে আগুন লাগে। পাশেই ছিল শিশুমঙ্গল হাসপাতাল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। পাশে হাসপাতাল থাকায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক বেড়ে যায়।

এলাকাবাসীদের দাবী রাত সাড়ে বারোটা নাগাদ ওই ডেকরেটার্স- এর গোডাউনে আগুন জ্বলতে দেখা যায়। এরপর তড়িঘড়ি আগুন নেভাতে হাত লাগায় এলাকার সাধারণ মানুষ। গোডাউনে আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলে খবর দেওয়া হয়। দমকলের ১২ টা ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টা দুয়েক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে আগুন এখনো পরিষ্কার নয়। জানা গিয়েছে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনের ভিতরে প্রচুর পরিমাণ বাঁশ, কাঠ, কাপড়ের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেই দমকল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/24/kolkata-polices-special-task-force-jharkhand-police-bust-illegal-arms-factory/

তবে কিছুদিন ছাড়া ছাড়া শহরে এই আগুন লাগার ঘটনায় যথেষ্ট উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেই সল্টলেকের একটি বাড়িতে আগুন লাগে। সেই ঘটনায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল। শহরে একের পর এক এই ঘটনায় নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।