Artificial Intelligence: উচ্চ মাধ্যমিকে মিশে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স

প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা

নিউজ পোল ব্যুরো: এখন কৃত্রিম মেধা অর্থাৎ এআই এর সময়। Artificial Intelligence-যার কাছে কোনও কাজই কঠিন নয়। এবার মিশে যাচ্ছে কৃত্রিম মেধা ও ডেটা সায়েন্স। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কৃত্রিম মেধা (Artificial Intelligence) এবং ডেটা সায়েন্স(data science) আর পৃথক বিষয় হিসাবে নয়। এবার থেকে এই দু’টি বিষয়কে একসঙ্গে করে একটি পত্র হিসাবেই পড়ানো হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, একসঙ্গে নতুন পত্রটির নাম দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। পর্ষদের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে, যে সমস্ত স্কুল এই নতুন একত্রিত বিষয়টি পড়াতে চায় সেখানে বাধ্যতামূলক কম্পিউটার সায়েন্সের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। তবে নতুন পত্রটি পড়ানোর জন্য পৃথক ভাবে তাদের আবেদন করতে হবে না যাদের ইতিমধ্যেই এই দু’টি বিষয় পড়ানো চলছে। তিন ভাগের মধ্যে মূলত বিজ্ঞানের বিষয়গুলির মধ্যেই থাকবে কৃত্রিম মেধা (Artificial Intelligence) এবং ডেটা সায়েন্স।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/24/railway-ministry-to-start-buniadpur-kalyaganj-rail-link/

পাশাপাশি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, বিজ্ঞান, বাণিজ্য ও কলাবিভাগ ছাড়াও এ বার উচ্চ মাধ্যমিক স্তরে আরও দু’টি বিষয় যোগ হয়েছে। তা হল ফিশারিজ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান। দু’টি বিষয়েরই প্র্যাক্টিক্যালে রয়েছে ৩০ নম্বর। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ৩ মার্চ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কড়া সংসদ । জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।