নিউজ পোল ব্যুরো: চীনের (China) জনসংখ্যা দ্রুত কমে যাওয়ার ফলে দেশটির সরকার ও বিভিন্ন কোম্পানি তরুণদের জন্য বেশ কিছু অদ্ভুত নীতিমালা (China Job Threat) চাপিয়ে দিচ্ছে। সম্প্রতি চীনের একটি কোম্পানি তাদের কর্মীদের জন্য এক অদ্ভুত নিয়ম জারি (Company Policy)করেছে,যেখানে বলা হয়েছে,কর্মীদের দ্রুত বিয়ে করে সন্তান জন্ম দিতে হবে। এই নিয়ম মানতে না পারলে তারা চাকরি হারাতে পারে।
বিয়ে না করলে চাকরি যাবে!
শানডং (Shandong) প্রদেশের Shandong Shutian Chemical Group নামের একটি কোম্পানি তাদের ১২০০-এর বেশি কর্মীকে জানিয়েছে,২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে তাদের ২৮ থেকে ৫৮ বছর বয়সী অবিবাহিত এবং তালাকপ্রাপ্ত কর্মীদের বিয়ে করতে হবে। এই নিয়ম না মানলে তাদের চাকরি থাকবে না।
নোটিশে কি বলা হয়েছে?
কোম্পানি তাদের কর্মীদের উদ্দেশ্যে এক নোটিশে (Notice) বলেছে,যদি কেউ মার্চ মাসের শেষের মধ্যে বিয়ে না করে,তাদেরকে একটি আত্মসমালোচনামূলক চিঠি লিখতে হবে। এছাড়া জুন মাসের মধ্যে যারা অবিবাহিত থাকবে,তাদের নিয়ে কোম্পানি নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে। আর সেপ্টেম্বরের শেষের মধ্যে যারা বিয়ে করবে না,তাদের চাকরি চলে যাবে।
সোশাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া
এই অদ্ভুত ফরমানের কারণে সোশাল মিডিয়ায় (Social Media) ব্যাপক সমালোচনা চলছে। একজন ব্যবহারকারী বলছেন,’এই পাগল কোম্পানির উচিত নিজের কাজে মন দেওয়া। অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার কে দিয়েছে তাদের?’ আরেকজন মন্তব্য (Public Opinion)করেছেন,’চীনের বিবাহ আইন আমাদের স্বাধীনতা দেয়,আমরা বিয়ে করতে চাই কিনা সেটা আমাদের বিষয়।’ আরও একজন বলেছেন,’কোনো কোম্পানির পক্ষে সামাজিক নীতিমালা বা ব্যক্তিগত জীবন নিয়ে এমন হস্তক্ষেপ করা ঠিক নয়।’
কোম্পানির সিদ্ধান্ত পরিবর্তন
সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের পর,কোম্পানিটি তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। স্থানীয় মানবসম্পদ ও সামাজিক সুরক্ষা ব্যুরো কোম্পানির নোটিশ বাতিল করে এবং একে শ্রম আইন ভঙ্গের (Labor Law) অভিযোগে তীব্র সমালোচনা করে। এরপর কোম্পানিটি দ্রুত তাদের ফরমান প্রত্যাহার করে নেয়।
কোম্পানির ব্যাখ্যা
কোম্পানি তাদের সাফাইতে বলেছে,আমরা কেবল কর্মীদের বিয়ে এবং সন্তান জন্মদানে উৎসাহিত করতে চেয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল না কর্মীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা বা তাদের অনুভূতিতে আঘাত দেওয়া।’ উল্লেখ্য,চীনের কমে যাওয়া জনসংখ্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষকে বিয়ে করে বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য নানা ধরণের প্রলোভন দেওয়া হচ্ছে।