Army Air Defence: পাক সীমান্ত লাগাতার ড্রোন হামলা রুখতে নয়া কৌশল ভারতীয় সেনার

আন্তর্জাতিক দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: পাকিস্তান সীমান্তে লাগাতার ড্রোন হানাদারি ক্রমে বেড়েই চলেছে। যা নিয়ে চিন্তিত প্রতিরক্ষা মন্ত্রক। এবার তাই চিরশত্রুদের ড্রোন হানার মোকাবিলা করতে এক নয়া কৌশল নিতে চলেছে ভারতীয় সেনার ‘আর্মি এয়ার ডিফেন্স’ (Army Air Defence) বাহিনী।‌ সম্প্রতি ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা এই বিষয়ে মুখ খুলেছেন।

আরও পড়ুনঃ US Deportation: আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প, কড়া পদক্ষেপ নিল পাঞ্জাব সরকার

বছর পাঁচেক আগে বফর্সের একটি অন্য সংস্করণের সাহায্যে পাকিস্তানের ড্রোন হামলা রুখতে সক্ষম হয়েছিল ‘আর্মি এয়ার ডিফেন্স’ বাহিনী (Army Air Defence)। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ-ভারতীয় বাহিনী ব্যবহৃত ৪০ মিলিমিটার বিমান ধ্বংসকারী স্বয়ংক্রিয় কামান। ৫০০ মিটার পর্যন্ত যে কোনো উড়ন্ত বস্তুকে ধ্বংস করতে সক্ষম এই স্বয়ংক্রিয় কামানগুলিকে সীমান্তের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা জানান, “বর্তমানে নজরদারি ব্যবস্থায় আমরা যে রাডারগুলি ব্যবহার করি, সেগুলি অক্ষম। সেই সমস্যার সমাধানে আমরা এলএলএলার (লো লেভেল লাইট রাডার) আনতে চলেছি।” অর্থাৎ নিচু উচ্চতা দিয়ে ড্রোন চিহ্নিতকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে দেখা হতে চলেছে বলে ইঙ্গিত ভারতীয় সেনার ‘আর্মি এয়ার ডিফেন্স’ বাহিনী (Army Air Defence)।। জানা যাচ্ছে, পাহাড়ি এলাকায় কিংবা জঙ্গলে ৬-৭ কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম এলএলএলআর।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে শুধু চিহ্নিতকরণই নয়। শত্রুর ড্রোন ধ্বংস করা নিয়েও ভাবছে সেনা। শোনা যাচ্ছে, পাকিস্তানের ড্রোনকে ধ্বংস করতে জ্যামার বন্দুক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করছে সেনাবাহিনী। সেইসঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘স্মার্ট অ্যামুনেশন’ ব্যবহার নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সেনা।