Cyber Crime: বিরাট সাফল্য! কলকাতা পুলিশের জালে ৪ সাইবার অপরাধী

অপরাধ কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এই দেশে সাইবার অপরাধের (Cyber Crime) পরিমাণ যে হারে বেড়ে চলেছে তা সত্যিই চিন্তার বিষয়। ফোন মারফত মানুষকে প্রতারণার করার ঘটনা ঘটছে যত্রতত্র। তাই এই বিষয়টি দীর্ঘদিন ধরেই পুলিশ প্রশাসনের মাথাব্যথার কারণ। তবে এবারে সাইবার অপরাধী দমনে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ Army Air Defence: পাক সীমান্ত লাগাতার ড্রোন হামলা রুখতে নয়া কৌশল ভারতীয় সেনার

জানা গিয়েছে, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম (Cyber Crime) শাখা সম্প্রতি বিভিন্ন কোম্পানির সিম কার্ড বিক্রেতাদের (পয়েন্ট অফ সেল: পিওএস) বিরুদ্ধে একটি মামলা রেজিস্টার করেছে। এই সমস্ত সিম কার্ড বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারত এবং বিদেশে সাইবার জালিয়াতদের ব্যবহারের জন্য প্রচুর সংখ্যক সিম কার্ড সরবরাহ করে আসছিল। এর পাশাপাশি ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ভুয়া সিম সক্রিয় করার অভিযোগে এই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে (সাইবার পিএস কেস নং ১১/২৫)। এদের মধ্যে রয়েছে মূল পরিকল্পনাকারীও। এছাড়া অভিযান চালিয়ে ৮টি মোবাইল ফোন, ৫টি বায়োমেট্রিক মেশিন এবং মোট ২৩৭টি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এই অভিযানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এবারে এই তদন্তে নতুন কী উঠে আসে সেটাই দেখার।