নিউজ পোল ব্যুরো: রাত পেরোলেই শিবরাত্রি (Shivratri)। তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শিবরাত্রির (Shivratri) আগে শিবমন্দিরে পুজো দিতে যাওয়ার সময় হাতির পালের আক্রমণে মৃত্যু হল তিন ভক্তের। জঙ্গলের মধ্যে দিয়ে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে হাতির হামলার মুখে পড়েন পুণ্যার্থীরা। তাতেই ঘটে বিপত্তি।
মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের অন্নমায়্যা জেলার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জঙ্গলে হাতির পালের আক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিন জন আহত হয়েছেন। মহাশিবরাত্রি উদযাপনের আগে ওয়াই কোটা থেকে গুন্ডালাকোনা যাওয়ার পথে জঙ্গলের রাস্তায় একদল ভক্ত তালাকোনা মন্দিরে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটা নাগাদ প্রায় ১৫টি হাতির একটি পাল ৩০ জন ভক্তের দলের উপর আক্রমণ চালায়। একজন পুলিশকর্তা জানিয়েছেন, “মঙ্গলবার ভোর আড়াইটা নাগাদ ৩০ জন ভক্তের একটি দল তালাকোনা মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর হাতির একটি দল তাদের আক্রমণ করে, যার ফলে জঙ্গলের ভেতরে তিনজন ভক্তের মৃত্যু এবং আরও তিনজন আহত হন।” পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন, যাদের সকলেই রেলওয়ে কোডুর এবং উরলাগড্ডা পোডু অরুন্ধতী নগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, অন্য দুজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়েই ওবুলামওয়ারিপল্লী পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পুলিশ দেহগুলিকে উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়, এবং আক্রমণের হাত থেকে বেঁচে ফেরা ভক্তদের বাড়িতে ফেরত পাঠানো হয়। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা কর্তৃপক্ষের কাছ থেকে আক্রমণের বিবরণ সংগ্রহ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং হামলায় আহতদের ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মহাশিবরাত্রি উৎসবের পরিপ্রেক্ষিতে, বনাঞ্চলে মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি।